মাধ্যমিকের পর বিজ্ঞান বিভাগে পড়াশোনা শুরু করা মানেই অন্যতম আগ্রহের বিষয় পদার্থবিজ্ঞান। আর এই আপাত নিরস বিষয়টিকেও দীর্ঘ কয়েক দশক ধরে পড়ুয়াদের মনের মতো করে সাজিয়ে তুলেছেন যাঁরা, তাঁদেরই একজন রবিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দোয়ারী-মাইতি-মজুমদার ত্রয়ীর অন্যতম মৃণালকান্তি দোয়ারী আর কলম ধরবেন না। ছাত্রছাত্রীদে শিখিয়ে দেবেন না জটিল সমস্যার সমাধানের সহজ সূত্র।
হাওড়া জেলার উদয়নারায়ণপুরের মানুষ মৃণালকান্তি দোয়ারী। সারা বাংলার পদার্থবিজ্ঞানের পড়ুয়াদের কাছে তিনি দোয়ারী স্যার নামেই পরিচিত। আজ দুপুর ১টা বেজে ৪৫ মিনিটে তিনি প্রয়াত হন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর আত্মীয় সৌরভ দোয়ারী সামাজিক মাধ্যমে এই মৃত্যুসংবাদ জানিয়েছেন। জানা গেছে, কিছুদিন ধরেই হাইপোক্যালেমিয়া রোগে ভুগছিলেন। তবেএত তাড়াতাড়ি তাঁর মৃত্যু আশঙ্কা করেননি কেউই।
আমতা রামসদয় স্কুলের প্রাক্তন অধ্যাপক মৃণালকান্তি দোয়ারী দীর্ঘ সময় সেখানে পদার্থবিজ্ঞানের বিভাগীয় প্রধান হিসাবেও শিক্ষকতা করেছেন। তাঁর অসংখ্য ছাত্র এই আকস্মিক মৃত্যুসংবাদে স্তব্ধ। তবে শেষ পর্যন্ত দোয়ারী স্যারের সবচেয়ে বড়ো পরিচয়, তিনি একাদশ ও দ্বাদশ শ্রেনীর পদার্থবিজ্ঞানের সবচেয়ে জনপ্রিয় বইয়ের একজন অন্যতম লেখক। তাঁর মৃত্যুর পরেও সেই বই থেকে যাবে। অসংখ্য পড়ুয়ার কাছে পদার্থবিজ্ঞানকে মধুর এবং উপভোগ্য করে তুলবে সেই বই।
ছবি ঋণ – সৌরভ দোয়ারী
Powered by Froala Editor