বায়ুদূষণে জরুরি অবস্থা জারি দিল্লিতে

ক্রমশ বসবাসের পক্ষে অসহনীয় হয়ে উঠছে দিল্লির আবহাওয়া। বিশ্বের বড় শহরগুলির মধ্যে দূষণের নিরিখে প্রথম সারিতেই রয়েছে ভারতের রাজধানী। সম্প্রতি খারাপ আবহাওয়া ও বাতাসের গুণমান অত্যন্ত খারাপ হওয়ায়, মানুষের স্বাস্থ্যরক্ষার জন্য জরুরি অবস্থা জারি করা হল দিল্লিতে।

শুক্রবার দিল্লির বাতাসের গুণমানের মাত্রা ৫৩০ ছাড়িয়ে যায়, যার কারণে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয় সরকার। সাধারণত বাতাসের গুণমান ২০০-৩০০ মাত্রায় উঠলেই খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে।

এদিন সকাল থেকেই ধোঁয়াশার চাদরে ঢেকে যায় রাজধানী। মারাত্মক খারাপ হতে থাকে আবহাওয়া। এই ঋতুতে এরকম আবহাওয়া এই প্রথমবার দেখলো দিল্লির মানুষ। বন্ধ হয়েছে বহুতল বানানোর বিভিন্ন কাজকর্ম। ৫ নভেম্বর পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত বিদ্যালয়। কার্যত ঘর থেকে বেরোচ্ছেন না মানুষজন।

বেশ কিছুদিন আগেই গোটা দেশ জুড়ে পালিত হয়েছে দীপাবলি। দিল্লিতে দূষণের কারণ হিসেবে বাজিতে মিশ্রিত বিভিন্ন বিষাক্ত পদার্থকেই দায়ী করছেন অনেকে। আশা করা হচ্ছে, ২-৩ নভেম্বরের পর থেকে পশ্চিমী ঝঞ্জার প্রভাবে বাতাস পাল্টালে দূষণের মাত্রা অনেকখানি কমবে। ততদিন, এই পরিস্থিতি সহ্য করা ছাড়া, আর কোনো উপায় দেখছেন না নাগরিকরা।

Latest News See More