মাউন্ট কিলিমাঞ্জারো জয় বিশাখাপত্তনমের প্রবীণ শিক্ষক দম্পতির

লাঠি হাতে কিলিমাঞ্জারোর শিখরে দাঁড়িয়ে রয়েছেন এক দম্পতি। কোমরে বাঁধা জ্যাকেট। মাথায় হনুমান টুপি। তাঁদের এই পোশাক দেখেই দিব্যি বোঝা যায় তাঁরা ভারতীয়। হ্যাঁ, অবাক লাগাই স্বাভাবিক। ষাটের দোরগোড়ায় দাঁড়িয়েও কিলিমাঞ্জারো (Mt. Kilimanjaro) জয় নেহাত মুখের কথা নয়। তবে তেমনটাই করে দেখালেন বিশাখাপত্তনমের বাসিন্দা রবিকিশোর মল্লপ্রগাদা (Ravikishore Mallapragada) এবং তাঁর স্ত্রী সৌদামিনী (Saudamini)। 

কিশোর বয়স থেকেই পাহাড়ে চড়ার শখ ছিল রবিকিশোরের। সে-সময় অন্ধ্রের ছোটো ছোটো পাহাড়গুলিতে তিনি ট্রেকিং করে বেড়াতে একা একাই। পরবর্তীতে অধ্যাপনার কাজে তাঁকে পাড়ি দিতে হয় সৌদি আরবে। সেখানে ইয়ানবু ইন্ডাস্ট্রিয়াল কলজের গণিতের অধ্যাপক তিনি। তবে সপ্তাহান্তগুলো তাঁর বরাদ্দ থাকত পর্বতাভিযান ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য। অবশ্য বিবাহের পর প্রথম প্রথম একটু সমস্যার মুখে পড়তে হয়েছিল তাঁকে। স্ত্রী-এর খুব একটা মত ছিল না এই দুঃসাহসিক অভিযানে। তবে শেষ পর্যন্ত তাঁকেও অভিযানের অঙ্গ করে নেন রবিকিশোর। উল্লেখ করে রাখা দরকার, সৌদামিনীও পেশায় শিক্ষিকা। 

২০১৮ সালের কথা। অধ্যাপনা থেকে অবসর নেওয়ার পর সৌদি আরব থেকে বিশাখাপত্তনমে চলে আসেন রবিকিশোর। তারপরই তিনি সস্ত্রীক ভর্তি হন বিশাখাপত্তনমের রক ক্লাইম্বিং প্রশিক্ষণকেন্দ্রে। অবশ্য তার আসল পরিকল্পনা তখনও পর্যন্ত তিনি জানাননি তাঁর স্ত্রীকে। আদতে, তাঁকে আকৃষ্ট করেছিল অন্ধ্রের এক ভ্লগারের ইউটিউব ভিডিও। মাউন্ট এভারেস্ট অভিযানের ভিডিও। আর সেই কারণেই রক ক্লাইম্বিং-এর প্রশিক্ষণ। তবে বয়সের কথা ভেবেই মাউন্ট এভারেস্টকে সরিয়ে কিলিমাঞ্জারোর পথ বেছে নেন তিনি। কারণ, আফ্রিকার এই পর্বত মাউন্ট এভারেস্টের থেকে কম দুর্গম নয়। তবে সেখানে উচ্চতার জন্য শ্বাসকষ্টের সম্ভাবনা নেই কোনো। রবিকিশোরের এই প্রস্তাবে রাজিও হয়ে যান তাঁর স্ত্রী। 

পরিকল্পনা ছিল, ২০২০ সালেই কিলিমাঞ্জারো-জয় করবেন অন্ধ্রের শিক্ষক দম্পতি। কিন্তু সমস্ত পরিকল্পনাতেই জল ঢেলে দেয় মহামারী। শেষ পর্যন্ত গত ১ আগস্ট আফ্রিকায় পাড়ি জমান ভারতীয় দম্পতি। তারপর কিলিমাঞ্জারো জয়। তাও মাত্র ১১ ঘণ্টার মধ্যে। 

আরও পড়ুন
চিনের বুকে গোপন 'সোনার শহর' ও মিডলটনের রহস্যময় অভিযান

তবে এখানেই শেষ নয়। রবিকিশোরের বয়স ৬১ বছর। অন্যদিকে তাঁর স্ত্রী এখন ৫৭ বছর বয়সি। এই বয়সেই জর্ডন, নেপাল, শ্রীলঙ্কা, জাপান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, সিঙ্গাপুর-সহ ২০টির বেশি দেশ ভ্রমণ করে ফেলেছেন তাঁরা। অংশ নিয়েছেন ট্রেইল রানিং, স্কাইডাইভিং, স্কুবা ডাইভিং, প্যারাগ্লাইডিং, হট এয়ার বেলুন রাইড, সাবমেরিন রাইডের মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসেও। বাকেট লিস্টে রয়েছে বাঞ্জি জাম্পিং এবং জিপ লাইনিং। দেশে ফেরার পর এই দুই অ্যাডভেঞ্চার স্পোর্টসের স্বাদ নিতে নেপাল পাড়ি দেবেন বলেই জানাচ্ছেন কিলিমাঞ্জারো-জয়ী ভারতীয় দম্পতি। তাছাড়াও বদ্রিনাথ ট্রেকের জন্যও শুরু হয়ে গেছে তাঁদের পূর্বপ্রস্তুতি। ইচ্ছে থাকলে যে বয়সকেও হার মানানো যায়, তাই প্রমাণ করছেন রবিকিশোর-সৌদামিনী…

আরও পড়ুন
অবৈধ স্বর্ণখনন আটকাতে অভিযান ব্রাজিলে

Powered by Froala Editor

আরও পড়ুন
নাসার মহাকাশ অভিযানের নেতৃত্বে ভারতীয় বংশোদ্ভূত রাজা চারী

More From Author See More