‘একলা চলো রে’, কৃষকের অবস্থা নিয়ে র‍্যাপ কলকাতার ছেলের

একটা ছেলে মঞ্চ কাঁপাচ্ছে র‍্যাপ করে। চোখে মোটা কাঁচের চশমা। পরনে সবুজ হুডি। র‍্যাপ শুনলেই বেশ কিছু জনের নাক সিঁটকে যায়। কিন্তু এই ছেলেটির র‍্যাপ একদম আলাদা। কারণ, প্রতিটা কথায় উঠে আসছে বর্তমান সময়ের কথা। উঠে আসছে ভারতে কৃষকের মর্মান্তিক অবস্থার কথা। আর সেই র‍্যাপের ভিডিওটিই বেশ কয়েকদিন ধরে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

https://www.youtube.com/watch?v=jZ5-BrS2UfM

র‍্যাপার শান্তনম শ্রীনিবাসন আইয়ার, ওরফে ইপিআরের জন্ম এবং বেড়ে ওঠা কলকাতায়। র‍্যাপকেই ভালবাসা তাঁর, শুধু ভালবাসা নয়, লড়াইয়ের হাতিয়ার করা। সমাজের যে কথাগুলো আমাদের সামনে উঠে আসে না, যাদের কথা রাজনীতির আড়ালে চাপা পড়ে যায়, তাদের কথাই র‍্যাপের মাধ্যমে বলতে চান ইপিআর। সম্প্রতি সর্বভারতীয় একটি চ্যানেলের র‍্যাপ প্রতিযোগিতায় গাওয়া তাঁর র‍্যাপটিতেও উঠে এসেছে দেশের কৃষকদের কথা। ২০১৬ থেকে কৃষক আত্মহত্যার কোনও পরিসংখ্যান নেই। প্রতিদিন অবস্থার অবনতি হচ্ছে। অথচ সেই কথা সামনে আনলেই হয় গ্রেফতার করা হচ্ছে, নয়তো মেরে ফেলা হচ্ছে। সেই সমস্ত বাস্তবতা নিজের কথায় নিয়ে এসেছেন ইপিআর। সাহায্য নিয়েছেন ‘একলা চলো রে’ মন্ত্রের। আর তাঁর সেই আওয়াজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Latest News See More