গিজা-র চেয়েও আকারে বড়ো ‘পিরামিডে’র সন্ধান দিল গুগল আর্থ

দীর্ঘ দশ বছর ধরে গুগল আর্থ প্রোগ্রামিং নিয়ে গবেষণারত আমেরিকার এক প্রত্নতত্ত্ববিদ অ্যাঞ্জেলা মাইকল সম্প্রতি এক নতুন পথের দিশা খুঁজে পেলেন। এতদিন পর্যন্ত পাওয়া সর্ববৃহৎ পিরামিড 'গিজা'র থেকেও প্রায় আকারে তিনগুণ মাপের দুটি পিরামিডের হদিশ পাওয়া গিয়েছে গুগল আর্থে। বিশ্বের সপ্তম আশ্চর্য এই পিরামিডের তালিকায় এমন এক সংযুক্তি , হারানো মূলধন প্রাপ্তি ঘটেছে বলেই প্রাথমিকভাবে দাবি করা যায়।

ইজিপ্ট শহরের নীল নদ অববাহিকা সংলগ্ন অঞ্চলে এই পিরামিড দ্বয়ের অবস্থান এমনটাই জানিয়েছেন বিজ্ঞানী মাইকল। প্রথমটির অবস্থান প্রসঙ্গে জানা গেছে এটি আবু সিভূম শহর থেকে ১২ মাইল দূরত্বের মধ্যে অবস্থান করছে। আর দ্বিতীয়টি উত্তর দিকে আরো ৯০ মাইল দূরত্বের মধ্যে অবস্থান করছে। প্রায় ১৪০ ফিট চওড়া চতুর্ভূজ এর ওপর গঠিত এই পিরামিডটির প্রতিটি ত্রিভুজ আকৃতির ধারের প্রস্থ প্রায় ৬২০ ফিটের কাছাকাছি।

পাশাপাশি এক মহাকাশ বিষয়ক সংবাদ মাধ্যমে বিজ্ঞানী অ্যাঞ্জেলা আরো জানিয়েছেন, খুব কাছ থেকে গবেষণা করে জানা গেছে পিরামিডের উপরের অংশের আকৃতি কিছুটা চ্যাপ্টা ধরনের। এছাড়াও সময়ের সাথে তাল রেখে পিরামিডের বাহ্যিক গঠনের ক্ষয় হয়েছে। উপর থেকে দেখে পিরামিডের আকৃতি স্পষ্ট বোঝা গিয়েছে বলে জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরো তিনটি ছোটো পিরামিডের অবস্থানের কথা উল্লেখ করেন।

যদিও মিশর বিশেষজ্ঞরা পিরামিড সম্পর্কে অ্যাঞ্জেলার এই তথ্য মেনে নেননি। তাঁদের মতে, এগুলি পিরামিড নয়, জিওলজির ভাষায় এগুলোকে বলা হয় বিউটস্। বিভিন্ন প্রাকৃতিক কারণে ক্ষয়ীভূত অবশেষে কিংবা স্তরিভূত অধঃক্ষেপনের ফলে সৃষ্টি হয় এই বিউটস্গুলি। এগুলি দেখতে অনেকাংশেই পিরামিডের মতো হয় বলে জানান। ভূ-প্রত্নতাত্বিক ক্লেয়ার ওশিয়ানও এগুলিকে বিউটস্ বলে দাবি করেন। 

আরও পড়ুন
পিরামিডের নিচেই রয়েছে আস্ত গোলকধাঁধা, ইঞ্জিনিয়ারিং-এর আশ্চর্য নজির মিশরে

টলেডো ইউনিভার্সিটির জেমস্ হ্যারেল নামের এক প্রত্নতত্ত্ববিদের কথায়, এই পিরামিডগুলি আসলে কোনো প্রাকৃতিক সৃষ্টি। আবার কোনো কোনো বিজ্ঞানী এই গবেষণাকে সম্পূর্ণ মনগড়া বা অতিভাবনা বলেও দাবি করেন। যদিও এই সব কিছুকে যাচাই করতে বিজ্ঞানী অ্যাঞ্জেলা ভৌগলিক সমীক্ষা করে দেখার পক্ষপাতী, একথা তিনি নিজেই সংবাদ মাধ্যমে জানিয়েছেন। তাই এটি বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকায় নতুন সংযুক্তি নাকি বিশেষ কোনো অবহবিকার, সে বিষয়ে নিশ্চিত দিশা পাওয়া যায় না।

আরও পড়ুন
কফিনবন্দি কয়েকশো মমি, সঙ্গে সর্পদেবীর প্রশস্তি; মিশরে আবিষ্কৃত রহস্যময় সমাধিক্ষেত্র

Powered by Froala Editor

আরও পড়ুন
রাজারাজড়া নয়, মিশরে আবিষ্কৃত এক সাধারণ কিশোরীর পিরামিড, সঙ্গে মমি