১৯৬৯-এর চন্দ্রাভিযানের ছবি শেয়ার করলেন চাঁদের মাটি ছোঁয়া দ্বিতীয় মানুষ

সচরাচর সেকেন্ড বয়কে কেউ মনে না রাখলেও, কথাটি আংশিক মিথ্যে প্রমাণ করেছেন ডক্টর বাজ অলড্রিন! চাঁদের মাটিতে পা রাখা প্রথম মানুষ হিসেবে নীল আর্মস্ট্রংয়ের নাম ইতিহাসের পাতায় লেখা হয়ে গেলেও, তারপরেই যে নামটি লেখা হয় সেটি অলড্রিনের। ১৯৬৯ সালের চন্দ্রাভিযান অ্যাপোলো-১১ মিশনের অন্যতম পাইলট ছিলেন এডউইন অলড্রিন, যাঁকে বাজ অলড্রিন হিসেবে চেনে সারা পৃথিবী।

নীল আর্মস্ট্রংয়ের পরেই দ্বিতীয় মানুষ হিসেবে চাঁদের মাটিতে পা রেখেছিলেন অলড্রিন। সেই সময়ে বেশ কিছু ছবিও তুলেছিলেন তাঁরা— চাঁদের পিঠের ছবি, রুক্ষ জমির ছবি এবং চাঁদ থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগে তার ছবি। সেই রকম একটি ছবিই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অলড্রিন। উসকে দিয়েছেন স্মৃতির পথ ধরে চলা, যে পথ আদতে শেষ হয়েছিল চাঁদের মাটিতে!

১৯৬৯ সালে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে চাঁদের অভিমুখে রওনা দিয়েছিলেন নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং এডউইন অলড্রিন। যে ছবিটি অলড্রিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন নাসার ওয়েবসাইটের মতে সেই ছবিটি অ্যাপোলো-১১ মহাকাশযান থেকে তোলা হয়েছিল ২০ জুলাই, ১৯৬৯ সালে।

তবে বরাবরই সেই চন্দ্র অভিযানের স্মৃতি রোমন্থন করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অলড্রিন। কিছু সময় আগে রোনাল্ড রেগান লাইব্রেরিতে একটি বক্তৃতায় তিনি বলেছিলেন চাঁদের বুকে পা দেওয়ার পর তাঁর প্রথম অনুভূতির কথা। অলড্রিন জানিয়েছিলেন যে, চারপাশটা তখন তাঁর মনে হয়েছিল প্রচন্ড রকম জনশূন্য! যদিও একটা প্রচন্ড আকর্ষণ ছিল সেই শূন্যতারও! অলড্রিন তার সমর্থনে টেনে নিয়েছিলেন নীল আমস্ট্রংকেও। বলেছিলেন, “আমার মনে হয়, এই সৌন্দর্যবোধের ব্যাপারে নীল আমার সঙ্গে দ্বিমত পোষণ করবে না!”

Powered by Froala Editor

Latest News See More