করোনার সংক্রমণে বন্ধ হয়ে গিয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে সম্পূর্ণ করোনা দূরীকরণ প্রায় অসাধ্যসাধন হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে। ফলে করোনা আবহের মধ্যেই সমস্তরকম সতর্কতা নিয়ে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন, আগামী ২৯ জুন, ২ জুলাই এবং ৬ জুলাই বাকি থাকা বিষয়গুলির পরীক্ষা নেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
কবে কী পরীক্ষা নেওয়া হবে, তা ঠিক করবে উচ্চ মাধ্যমিক সংসদ। এখনো পরীক্ষার কোনো সূচি সরকারিভাবে ঘোষণা হয়নি। সম্ভাব্য বিষয় হিসাবে ২৯ জুন রাখা হয়েছে ফিজিক্স, নিউট্রেশন, এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি। ২ জুলাই হতে পারে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্শিয়ান, অ্যারাবিক ও ফ্রেঞ্চ পরীক্ষা। ৬ জুলাইয়ের বিষয় হতে পারে স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। তবে খুব শীঘ্রই চূড়ান্ত পরীক্ষাসূচি ঘোষণা করা হবে সংসদের ওয়েবসাইটে। শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার একমাসের মধ্যে প্রকাশিত হবে রেজাল্টও।
সোশ্যাল ডিসট্যান্সিংয় মেনেই বসানো হবে পরীক্ষার্থীদেকে। প্রতি বেঞ্চে বসবে একজন করে পরীক্ষার্থী। দু’জন পরীক্ষার্থীর মাঝে একটি করে খালি বেঞ্চ থাকবে। এছাড়াও প্রত্যেককে বাড়ি থেকে নিয়ে আসতে হবে স্যানিটাইজার। বাধ্যতামূলক ভাবে পরে আসতে হবে মাস্ক।
সেই সঙ্গে ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যেই হতে চলেছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা, জানালো সিবিএসসি-ও। দিল্লির কিছু অংশে বাকি রয়েছে দশম শ্রেণীর পরীক্ষাও। সেগুলিও ওই সময়ের মধ্যেই আয়োজন করা হবে। তবে সময়সূচি সংক্ষিপ্ত করতে গুরুত্বপূর্ণ ২৯টি বিষয়কে বেছে নিয়ে, শুধু তার ওপরেই পরীক্ষা নেবে বোর্ড। পাশাপাশি ১৮ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে হতে চলেছে জয়েন্ট পরীক্ষা। ২৬ জুলাই হবে মেডিক্যাল এন্ট্রান্স।
দেশে করোনার সংক্রমণ সম্প্রতি ১ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩ হাজারের বেশি মানুষের। প্রতিদিন বেড়েই চলেছে সংক্রমণ। তার মধ্যেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কি আরো বড়ো বিপদ ডেকে আনবে? এই নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনাও। তবে এখনো সময় আছে অনেকটাই। তার মধ্যেই সেরে উঠবে পরিস্থিতি; অনেকটা স্বাভাবিক হয়ে যাবে যান চলাচলও, এটুকুই আশা করা যায়…