পৃথিবীতে কতই না আশ্চর্য ঘটনা ঘটে। চারিদিকে পশু হত্যা, প্রকৃতি ধ্বংসে একরকম মেতে উঠেছে বেশ কিছু মানুষ। কিন্তু তার মাঝেও কিছু কিছু খবর আশার হাওয়া নিয়ে আসে। মানুষের মানবিকতা এখনও যে মরে যায়নি, মেক্সিকোর এক কুকুরপ্রেমী-কে দেখলেই তা বোঝা যায়।
এডগার্ডো নামের এই ভদ্রলোক মেক্সিকো শহরের বিভিন্ন প্রান্তে না খেতে পাওয়া, আহত, অসুস্থ কুকুরদের উদ্ধার করেন। এতদিনে পাঁচশোরও বেশি কুকুরের খেয়াল রেখেছেন তিনি। এই কুকুরগুলোকে নিয়ে এডগার্ডো হেঁটে ফেলেছেন প্রায় গোটা মেক্সিকো শহর। ছয় বছর ধরে এই কাজের সঙ্গে জড়িয়ে রেখেছেন নিজেকে। তাঁকে দেখে উদ্বুদ্ধ হয়েছেন বহু মানুষ।
পোষ্য হোক বা রাস্তার কুকুর, পৃথিবী কেবলমাত্র মানুষের বাস করার জন্যে নয়, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এডগার্ডো পেরেস। সম্প্রতি স্টুয়ার্ট উইলিয়ামস নামের এক পরিচালক এডগার্ডো-কে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছেন। সেখানে দেখা যায়, একটি মানুষ ঠেলাগাড়িতে করে বেশ কিছু কুকুর নিয়ে যাচ্ছেন আর তাঁকে ঘিরে আরও অনান্য কুকুররা পেছন পেছন হেঁটে যাচ্ছে।
খাবার জোগান দেওয়া থেকে কুকুরদের যত্ন করা - সবরকম দায়িত্ব পালন করেন তিনি। বিভিন্ন রকম ওষুধ, শ্যাম্পু তিনি কিনে রেখেছেন কুকুরদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে। এমনকি, নিজের হাতে ইঞ্জেকশন দিয়ে কুকুরদের শুশ্রূষাও করেন তিনি। রাস্তার কুকুরদের কাছে এভাবেই তিনি হয়ে উঠেছেন ‘ভগবান’।
কুকুরপ্রেমী অনেকেই, কিন্তু প্রকৃতপক্ষে কুকুরদের নিয়ে ভাবার লোকের সংখ্যা খুবই কম। এডগার্ডো সেই বিরল মানুষদেরই একজন। আজ তাঁর মানবিকতায় উজ্জ্বল গোটা বিশ্ব।