আইএসএল-এর একাদশ দল ইস্টবেঙ্গল, রবিবার সকালে মিলল চূড়ান্ত শিলমোহর

অবশেষে এল বহুপ্রতীক্ষিত সুখবর। অপেক্ষায় দিন গুনছিলেন অসংখ্য বাঙালি। কবে আইএসএল কর্তাদের কাছ থেকে চূড়ান্ত ছাড়পত্র পাবে ইস্টবেঙ্গল। রবিবার সকালে একটি প্রেস রিলিজে সেই সংবাদ ঘোষনা করল ফুটবল স্পোর্টস ডেভালাপমেন্ট লিমিটেড। এবং এই ঘোষণা অনুযায়ী আসন্ন ২০২০-২১ সিজনেই আইএসএল খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গলকে।

এফএসডিএল-এর কর্ণধার নীতা আম্বানির সঙ্গে চূড়ান্ত কথা হয়ে গিয়েছে, এখবর আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু কোনো লিখিত বিজ্ঞপ্তি হাতে ছিল না। চলতি বছরের শুরু থেকেই যেখানে অসংখ্য ফুটবল অনুরাগী বাঙালির দাবি ছিল তাঁদের প্রিয় ক্লাবকে আইএসএল-এর মাঠে নামতে দেওয়ার, সেই দাবি কতটা পূরণ হবে, তাই নিয়ে সমস্ত ধোঁয়াশা মিটল অবশেষে।

আইএসএল-এর একাদশতম দল হিসাবে মাঠে নামতে চলেছে ইস্ট-বেঙ্গল। বিনিয়োগকারীদের নিয়ে ক্লাব প্রস্তুত হয়েছিল আগেই। শ্রী সিমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তিপত্রও জমা দেওয়া হয়েছিল। অন্যদিকে বাঙালির আরেক প্রিয় ক্লাব মোহনবাগানও আইএসএল সদস্য এটিকে-র সঙ্গে যুক্ত হয়েছে চলতি বছরের শুরুতেই। এফএসডিএল কর্ণধার নীতা আম্বানির কথায় এই দুই ক্লাবের অন্তর্ভুক্তি বাংলার ফুটবল খেলার সম্ভাবনাকে আরও বহুগুন বাড়িয়ে দেবে। পাশাপাশি জাতীয় স্তরেও ফুটবল সংস্কৃতির অনেকটাই উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি। এই ঘোষণার ফলে যে অসংখ্য বাঙালি আনন্দে মেতে উঠেছেন, সেকথা বলাই বাহুল্য।

Powered by Froala Editor

Latest News See More