চারিদিকে জল আর জল। ঘরের আসবাব নৌকায় বোঝাই করে সেই জল পেরোচ্ছেন মানুষ। বাড়িঘর সব ভেসে যাচ্ছে। করোনা পরিস্থিতির মধ্যেই এমন বন্যার মুখোমুখি হল পূর্ব আফ্রিকার বেশ কিছু দেশ। কোয়ারান্টাইন ছেড়ে এখন প্রাণ বাঁচানোর জন্য আশ্রয় খুঁজছেন সেখানকার বাসিন্দারা।
কেনিয়া, রাওয়ান্ডা, সোমালিয়া-সহ বেশ কিছু দেশ এখন জলের তলায়। মাত্র কয়েকদিনের টানা বৃষ্টিতেই এই অবস্থা বলে জানাচ্ছেন সেখানকার প্রশাসন। জল তো জমেছেই, সেই সঙ্গে চলছে ধস। নদী, পুকুরও উপচে পড়েছে। উগান্ডার বিখ্যাত ভিক্টোরিয়া লেকের দু’কূলও ভেসে গেছে। যার ফলে চরম বিপদের মুখে এই দেশগুলি। ইতিমধ্যেই ২৫০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। শুধু কেনিয়াতেই মৃতের সংখ্যা ১৯৪; এছাড়াও অন্যান্য দেশ তো আছেই। সব মিলিয়ে করোনার মধ্যেই নতুন বিপদের মুখে পূর্ব আফ্রিকা।
করোনার জন্য এমনিই অবস্থা ভয়াবহ। তার মধ্যে এই বন্যা প্রশাসন ও সাধারণ মানুষের চিন্তা আরও বাড়িয়ে দিল। হাসপাতালে চলছে করোনা ব্যস্ততা। তারই মধ্যে বন্যা বিধ্বস্ত মানুষেরা আশ্রয় খুঁজছেন। প্রচুর এলাকা বিধ্বস্ত; সম্পত্তির ক্ষতিও হয়েছে অনেক। এই পরিস্থিতিতে অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে বলে মনে করা হচ্ছে। একসঙ্গে দুটো বিপর্যয় কী করে সামাল দেয় আফ্রিকার এই দেশগুলি, সেটাই এখন দেখার।