কোন বাড়ির নির্মাণস্থলে গেলে কী দেখা যাবে? সিমেন্টের ব্যাগ, ইট ইত্যাদি। অনেকেই জানেন না, বাড়ি তৈরির উপাদান হিসেবে এগুলো টেকসই নয় এবং এগুলির পচন হয়ে মাটিতে মিশে যাওয়ার আশঙ্কাও কম। কিন্তু নির্মাণ সংস্থাগুলো এগুলির ব্যবহার চালিয়ে গেছে ও যাচ্ছে।
কিন্তু ৩৬ বছরের শাগন সিং, মার্কেটিং এক্সিকিউটিভ ও পরিবেশবিদ এই ব্যবস্থার পরিবর্তন করতে চেয়েছিলেন। প্রতিষ্ঠা করলেন গিলি মিট্টি ফাউন্ডেশন। যার অধীনস্থ সংস্থা গিলি মিট্টি ফার্ম যা মাটি, গোবর ও চুন দিয়ে বাড়ি তৈরি করে। তিনি বলেছেন, ‘মাটির তাপীয় ক্ষমতা অনেক বেশি। তাই অনেক সময় ধরে এটি তাপ ও শৈত্য শোষণ করতে পারে। অনেকেই এই বিষয়টিকে গুরুত্ব দেয় না।’
ফার্মের তৈরি অধিকাংশ বাড়িই আর্থ ব্যাগ টেকনিক দিয়ে তৈরি। ‘অনেকেই জানেন না, নেপাল ভূমিকম্পের সময় অনেক বিল্ডিং ভেঙে গেলেও একটি টিকে ছিল। সেটি আর্থ ব্যাগ টেকনিকে তৈরি করা হয়েছিল।’- বলেন শাগন।
বর্তমানে তিনি শিক্ষার্থী, ভলেন্টিয়ার ও ইন্টার্নদের ৩০ জনের একটি টিম নিয়ে কাজ করছেন। ওই সংস্থা এখনও পর্যন্ত ১১টি ফার্ম তৈরি করেছে।
আমরা সত্যি জানি না, কতরকম ভাবে প্রকৃতির তৈরি জিনিস দিয়েই প্রকৃতিকে বশে রাখা যায়। এই দুর্দিনে আমরা যদি এভাবেও কিছু করতে পারি তা আদতে আমাদেরই লাভ।