আকারে পৃথিবীর সমান, নতুন গ্রহ ‘পাই আর্থ’-এর সন্ধান দিল এমআইটির গবেষণা

এই ব্রহ্মাণ্ডে ছড়িয়ে আছে কত অজস্র গ্রহ। আর তাদের কারোর সঙ্গে পৃথিবীর সাদৃশ্য খুঁজে পেলে তো আগ্রহের শেষ থাকে না। কারোর উষ্ণতা পৃথিবীর মতো, কারোর আবার দিনরাতের অনুপাতে হুবহু মিল। তবে সম্প্রতি এমন একটি গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা, যার আকার প্রায় হুবহু পৃথিবীর মতো। আর এই গ্রহটি ‘পাই-আর্থ’ নামে পরিচিত হয়েছে।

এই নামকরণের পিছনে আছে এক মজার কারণ। গ্রহটি তার নক্ষত্রের চারদিকে ঘুরতে সময় নেয় ঠিক ৩.১৪ দিন। আর গণিতে এই সংখ্যাটিকেই বলা হয় ‘পাই’। ঠিক সেই কারণেই গ্রহটির নাম ‘পাই-আর্থ’। অনেকে বলবেন নিশ্চই, পাই-এর মান ঠিক ৩.১৪ নয়, একটু বেশি। হ্যাঁ বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন এই গ্রহটির পরিক্রমণের সময়ও ওই একটু বেশি, এবং ঠিক পাই-এর সমান।

পৃথিবী থেকে ১৮৬ আলোকবর্ষ দূরের এই গ্রহটির নাম বিজ্ঞানীরা রেখেছেন কে২-৩১৫বি। আকারে এটি পৃথিবীর ৯৫ শতাংশ এবং তার ভর পৃথিবীর ৮০ শতাংশের একটু বেশি। নাসার স্পেস টেলিস্কোপ কেপলারের দ্বিতীয় মিশনে যে গ্রহগুলির সন্ধান পাওয়া গিয়েছে, তার মধ্যে ৩১৫ নম্বর গ্রহ এটি।

২০১৭ সালেই কেপলারের পাঠানো তথ্য থেকে এই গ্রহটির অস্তিত্ব সম্পর্কে জানা যায়। তবে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণা চলতে থাকে। আর ২০২০-র শুরুতেই এই অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। তবে তার একটি বছরের পরিমাপ বা অন্যান্য তথ্য জানতে আরও গবেষণা চলে। এবং ২১ সেপ্টেম্বর এমআইটি এবং আরও কিছু গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা একটি গবেষণাপত্র প্রকাশ করে। আর তাতেই এই সম্মন্ধে বিশদ তথ্য জানা যায়। তবে পৃথিবীর সঙ্গে সাদৃশ্য থাকলেই আমাদের মনে আসে এলিয়ানের কথা। না এখানে হতাশ করছেন বিজ্ঞানীরা। কারণ নক্ষত্রের এত কাছে এই গ্রহ যে তার উষ্ণতা প্রায় ১৭৭ ডিগ্রি সেলসিয়াস। অতএব সেখানে প্রাণের অস্তিত্ব সম্ভব নয়।

আরও পড়ুন
প্রাণের সমস্ত সম্ভাবনাই রয়েছে এই দুই গ্রহে, নয়া আবিষ্কার বিজ্ঞানীদের

Powered by Froala Editor

আরও পড়ুন
আকারে-উষ্ণতায় পৃথিবীর মতোই, আছে প্রাণের সম্ভবনাও; নতুন গ্রহের সন্ধান