পৃথিবীর আদি ভাষাগুলির একটি হল সংস্কৃত। সম্প্রতি, আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার এপিগ্রাফি বিভাগের গবেষকরা একটি অত্যাশ্চর্য আবিষ্কারে অবাক করেছেন সবাইকে। অন্ধপ্রদেশের গুন্টুরে চেব্রলু গ্রামে তাঁরা খুঁজে পেয়েছেন সপ্তমাত্রিকা অর্চনা করার প্রমাণ। আর তাতে পাওয়া গেছে দক্ষিণ ভারতে আবিষ্কৃত সবচেয়ে পুরনো সংস্কৃত লিপি।
হিন্দুদের সাতজন নারী দেবতাই ছিলেন সপ্তমাত্রিকা। খ্রিষ্ট জন্মের ২০৭ বছর পর, সাতবাহন রাজা বিজয়ের সময়ে সেই সপ্তমাত্রিকায় সংস্কৃত লিপি লেখা হয়েছিল, এমনটাই অনুমান গবেষকদের। আগে, চতুর্থ শতাব্দীতে পাওয়া নাগার্জুনকোন্ডার শিলালিপিই ছিল দক্ষিণ ভারতের সর্বপ্রাচীন সংস্কৃত লিপির নিদর্শন। নতুন আবিষ্কার সেই সময়কেই প্রায় ২০০ বছর।
স্থানীয় ভীমেশ্বরা মন্দির সারাতে গিয়ে, একটি স্তম্ভ দেখে গ্রামবাসীরা সেখানকার কর্তৃপক্ষকে এই সপ্তমাত্রিকার হদিশ জানান। সপ্তমাত্রিকাটিকে দীর্ঘ বিশ্লেষণ করার পর গবেষকরা সংস্কৃত লিপির সময়কাল নিয়ে নিশ্চিত হয়েছেন।
সম্প্রতি আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার একের পর এক আবিষ্কার সাড়া ফেলছে গবেষকদের মনে। শুধু ভারতেই নয়, চলতি বছরে গোটা পৃথিবীতেই অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়েছে। দক্ষিণ ভারতের এই নতুন আবিষ্কার বছরের শেষে সেই তালিকাকেই আরও খানিক জোরদার করল।