৩০,০০০ বছরেরও প্রাচীন গুহাচিত্র উদ্ধার সাইবেরিয়ায়

মানুষ ভাষা সৃষ্টির অনেক আগে থেকেই ছবি আনতে শিখেছে। কথোপকথনের তখন অন্যতম মাধ্যম ছিল সাংকেতিক ছবি। কিন্তু তার ইতিহাস কত পুরনো? কিছুদিন আগে পর্যন্ত ঐতিহাসিকরা উত্তর দিতেন, পৃথিবীর প্রাচীন ছবির নিদর্শন পাওয়া গিয়েছে উরাল পর্বতের দক্ষিণে এবং তার বয়স আনুমানিক ১৯০০০ বছর। তবে সাম্প্রতিক একটি আবিষ্কারে সেই ইতিহাস আরও অনেকটাই পিছিয়ে গেল। সাইবেরিয়ায় প্রাপ্ত উটের ছবি আঁকা একটি উটের হাড় পাওয়া গিয়েছে, যার বয়স অন্তত ৩০ হাজার থেকে ৫৫ হাজার বছর পুরনো।

সাইবেরিয়ার টম নদীর কাছে সম্প্রতি একটি উটের হাড় উদ্ধার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। দৈর্ঘ্যে সেটা প্রায় ৫ ফুট। এর আগেও এই অঞ্চলে বেশ কিছু উটের হাড় পাওয়া গিয়েছিল। সেগুলির বয়স আনুমানিক ১৩ হাজার বছর। সেগুলির গায়েও অনেক সময় ছবি আঁকা থাকত। শিকারের ছবি। এইসব ছবি থেকে প্রাচীন প্রস্তরযুগের মানুষের জীবনযাত্রার বেশ কিছু নিদর্শন পাওয়া যায়। তবে সেইসব ছবির সঙ্গে নতুন আবিষ্কার হওয়া এই ছবির কিছু মৌলিক পার্থক্য আছে। ছবির মধ্যে ছেনির টান প্রায় একইরকম, পশুদের চেহারাও একইরকম। তবে বিষয়বস্তু খানিকটা আলাদা।

সাধারণত এই সময়ের ছবিতে মানুষের শিকারের দৃশ্যই আঁকা থাকত। অথবা বিভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে লড়াইয়ের ছবি। তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে দুটি উট একে অপরের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত। তবে প্রত্নতাত্ত্বিক ডা. এসিনের অনুমান, এই দৃশ্য আসলে ধস্তাধস্তির নয়। তাঁর মতে দুটি উটের একটি পুরুষ এবং একটি মহিলা। তারা আসলে প্রজনন প্রক্রিয়ায় লিপ্ত। যদিও ছবিতে যেমন দেখা গিয়েছে, উটের প্রজনন প্রক্রিয়া আসলে তেমন নয়। বরং মানুষের প্রজনন ক্রিয়াকেই খানিকটা রূপকের আড়ালে প্রকাশ করেছেন বলে মনে করছেন ডা. এসিন। তাই সব মিলিয়ে বলা যায়, এই ছবি যে শুধু প্রাচীনতার দিক থেকেই শ্রেষ্ঠ নয়, বরং মানুষের ইতিহাসের নানা অদ্ভুত অনুভূতির সন্ধান মিশে আছে এই ছবির সঙ্গে। আজ কি সেসব একেবারেই অতীত?

Powered by Froala Editor

আরও পড়ুন
মাটির নিচ থেকে উদ্ধার ৪০ হাজার বছর আগের নেকড়ের মাথা!

Latest News See More