রাস্তায় হাঁটতে হাঁটতে কারোর সঙ্গে অতর্কিতে ধাক্কা লাগলে কিংবা বাক্যালাপের সময় ভুল শব্দ প্রয়োগ করলে হামেশাই ‘সরি’ বলে থাকি আমরা। ভারতের যে-কোনো ভাষার শব্দভাণ্ডারে এই শব্দটি জায়গা করে নিয়েছে ব্রিটিশদের সৌজন্যে। বোদা বাংলায় অনুবাদ করলে ‘সরি’-র অর্থ দাঁড়ায় ‘দুঃখিত’। তার বাইরেও ‘সরি’-র মধ্যে লুকিয়ে থাকে ক্ষমাপ্রার্থনা এবং বিনয়ের ইঙ্গিত। তবে নেদারল্যান্ডসের ব্যাপারটা একটু অন্যরকম। সেখানে ‘সরি’ কথাটির ব্যবহার হয় না বললেই চলে।
হ্যাঁ, ঠিকই শুনেছেন। ‘সরি’ বলতে জানেন না ডাচরা। ফলে, স্বাভাবিকভাবেই ডাচদের সঙ্গে বাক্যালাপ রূঢ় বলেই মনে হবে যে-কারোর। কিন্তু কেন ‘সরি’ বলেন না ডাচরা?
‘নমস্কার’ বা ‘নমস্তে’ বলা যেমন ভারতীয় সংস্কৃতির অঙ্গ, ঠিক তেমনই ‘সরি’-র ব্যবহার না করা ডাচ সংস্কৃতি। প্রাচীন কাল থেকেই প্রকৃতির সঙ্গে লড়াই করে আসছে ডাচরা। তাদের অন্যতম শত্রু হল সমুদ্র। সমুদ্র ঘেরা নেদারল্যান্ডসের উচ্চতা জলতল থেকে কম হওয়ায় প্লাবনের আশঙ্কা থেকেই যায়। এহেন পরিস্থিতিকে আয়ত্তে আনতে ঐক্যবদ্ধ আলোচনা ও দ্রুত ব্যবস্থাপনাই হাতিয়ার করে নিয়েছেন ডাচরা। ফলে, দুঃখ প্রকাশ করা তাঁদের কাছে অহেতুক সময় নষ্ট করার সমতুল। তাই ডাচ শব্দকোষে ‘সরি’-র উল্লেখ থাকলেও, তা সচরাচর ব্যবহার করেন না ডাচরা।
এবার এক ঝলক ফিরে যাওয়া যাক এই গল্পের শুরুতে। প্রশ্ন থেকে যায়, পথচলার সময় যদি অতর্কিতে ধাক্কা লাগে কারোর সঙ্গে কিংবা ভুল শব্দপ্রয়োগ করে বসেন— সেক্ষেত্রে কী বলেন ডাচেরা?
‘হেট স্পিটজ মি’। হ্যাঁ, এসব ক্ষেত্রে এই শব্দবন্ধটিই ব্যবহার করে থাকেন ডাচরা। বাংলায় কথাটির অর্থ ‘আমি অসন্তুষ্ট’। ডাচরা মনে করেন, ‘দুঃখিত’ না হলেও অনেকক্ষেত্রে ব্রিটিশরা ‘সরি’ বলে থাকেন শুধুমাত্র সৌজন্য বোঝাতে। আরও ভালো করে বলতে গেলে, ‘সরি’ কথাটিকে কূটনৈতিক ঢাল হিসাবে ব্যবহার করে থাকেন ব্রিটিশরা। আসল মনোভাবকে অনায়াসেই ঢেকে রাখা যায় এই শব্দবন্ধের মাধ্যমে। অন্যদিকে ডাচদের মতে, সরি না বলাটা স্পষ্টভাষীর পরিচয়। জন্মলগ্ন থেকে সেটা তাঁদের অভ্যাসও বটে। তাই শুধু ‘সরি’-ই নয়, মিথ্যে প্রশংসা কিংবা অভিযোগ ডাচদের স্বভাব-বহির্ভূত।
অবশ্য বর্তমানে ধীরে ধীরে বদলাচ্ছে পরিস্থিতি। গ্লোবালাইজেশনের দৌলতে নেদারল্যান্ডসও এখন হয়ে উঠেছে একাধিক সংস্কৃতির মিলনকেন্দ্র। ব্রিটেন তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশের মানুষরা কর্মসূত্রে আস্তানা গেড়েছেন সে-দেশে। ফলে, তরুণ প্রজন্মের মধ্যে ধীরে ধীরে তৈরি বাড়ছে ‘সরি’ বলার প্রবণতা। তবে নেদারল্যান্ডসের রাস্তাঘাটে কাউকে ‘সরি’ বলতে দেখলে অনায়াসেই ভিনদেশি হিসাবে চিহ্নিত করা হয় তাঁদের। এমনকি ‘সরি’ শুনলে খানিকটা অসন্তুষ্ট হন প্রবীণ ডাচরা। কাজেই যদি নেদারল্যান্ডস ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তবে আগে থেকে ‘সরি’ বলার অভ্যাস ছাড়তে হবে আপনাকেও…
Powered by Froala Editor