অরণ্য ফেরাতে ১৪ হাজার একর জমি ক্রয়, নজির গড়ল ডাচ সংস্থা

সাধারণের চোখে অরণ্যনিধনকারী তাঁরা। আর এমন পরিচয় হবে নাই বা কেন? প্রতি বছর তাদের ব্যবসার জন্যই কাটা পড়ে লক্ষাধিক বৃক্ষ। কথা হচ্ছে ইংকা গ্রুপের আসবাবপত্র নির্মাণ সংস্থা ‘আইকেইএ ফার্নিচার্স’-কে (IKEA Furnitures) নিয়ে। এবার পরিবেশ বাঁচাতে এক অভিনব পদক্ষেপ নিল খ্যাতনামা আন্তর্জাতিক ডাচ সংস্থাটিই। বাস্তুতন্ত্র, জীববৈচিত্র এবং পরিবেশকে বাঁচাতে কিনে ফেলল ফ্লোরিডা ও জর্জিয়ার আস্ত অরণ্য। 

হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও সত্যি। অবশ্যি জায়গাটাকে এখন আর অরণ্য বলা চলে না কোনো মতেই। ২০১৮ সালের কথা। হারিকেন মাইকেল (Hurricane Michael) আছড়ে পড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে। ক্যাটাগরি ৪-এর ভয়ঙ্কর সেই হারিকেনের তাণ্ডবে রীতিমতো তছনছ হয়ে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু জনবসতিই নয়, তার ধ্বংসলীলার সামনে ন্যুব্জ হয়েছিল প্রকৃতিও। সে-ধ্বংসেরই শিকার হয় ফ্লোরিডার বিস্তীর্ণ অরণ্যাঞ্চল। সেই অরণ্যে নতুন করে প্রাণস্পন্দন ফিরিয়ে আনাই এখন আইকেইএ-র প্রাথমিক লক্ষ্য।

সব মিলিয়ে ফ্লোরিডার ৩২০০ একর জমি এবং জর্জিয়ার ১১ হাজার একর জমি কিনেছে ডাচ সংস্থাটি। সংশ্লিষ্ট অঞ্চলে বিশেষভাবে পাইন গাছ রোপণ করা হবে বলেই জানাচ্ছে তারা। কেননা, এই অরণ্যে পাইনেরই আধিক্য দেখা যেত বছর তিন আগে পর্যন্তও। সংশ্লিষ্ট অঞ্চলের বাস্ততন্ত্রও জড়িয়ে রয়েছে এই বিশেষ উদ্ভিদ প্রজাতিটির সঙ্গে। তবে শুধু বৃক্ষই নয়, সংস্থাটির এই উদ্যোগে নতুন করে প্রাণ ফিরে পাবে রেড-ককেডেড কাঠঠোকরা, পাইন স্নেক, গোফার কচ্ছপ, ডাস্কি গোফার ব্যাঙের মতো বিলুপ্তপ্রায় প্রজাতিরাও। এবং সবথেকে আকর্ষণীয় বিষয় হল, সংস্থার দাবি অনুযায়ী এই বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার সম্ভব আগামী এক দশকের মধ্যে। আগামী ৪০ বছরের মধ্যে সংশ্লিষ্ট অরণ্যটি ফিরে পাবে তার শতাব্দীপ্রাচীন রূপ। 

তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়, এমন একটি ব্যবসায়িক সংস্থার প্রতিশ্রুতির ওপর আদৌ কি নির্ভর করা যায়? উত্তর, হ্যাঁ। অন্তত ‘আইকেইএ’-র প্রতিশ্রুতির ওপর বিশ্বাস রাখছেন স্বয়ং পরিবেশকর্মীরাও। কারণ, বিগত দেড় দশকে একাধিক অভিনব পদক্ষেপ নিয়েছে ডাচ সংস্থাটি। বছর পনেরো আগে, নিজেদের ব্যবসা সংক্রান্ত কার্বন নির্গমনের পরিমাণ কমিয়ে আনার জন্য বনভূমি তৈরির প্রতিজ্ঞা নিয়েছিল তারা। হ্যাঁ, সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরেই পালন করেছে ‘আইকেইএ’। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং ইউরোপ মিলিয়ে প্রায় ৬ লক্ষ একরের বেশি বনভূমি তৈরি করেছে ডাচ সংস্থাটি। যা তাদের অরণ্যনিধনের সমতুল্য না হলেও, যথেষ্ট কার্যকর তো বটেই। পাশাপাশি তাদের পরিবহনের জন্য ইলেকট্রিক যানবাহন এবং প্যাকেজিং-এর জন্য পরিবেশবান্ধব উপকরণের ব্যবহারও এক দৃষ্টান্ত তৈরি করেছে। সেদিক থেকে দেখতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে হারিকেনের ক্ষতকেও সারিয়ে তুলবে সংশ্লিষ্ট সংস্থাটি, সে-ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী পরিবেশকর্মীরা। ইংকা গ্রুপের মতো অন্যান্য বেসরকারি সংস্থারাও এইধরনের পদক্ষেপ নিলে পৃথিবীর চেহারা বদলে যেত সম্পূর্ণভাবে, তাতে সন্দেহ নেই কোনো…

আরও পড়ুন
বৃক্ষচ্ছেদন রুখতে টানা ৭৩৮ দিন গাছেই বসবাস!

Powered by Froala Editor

আরও পড়ুন
বেআইনি বৃক্ষচ্ছেদন করবেট জাতীয় উদ্যানে, জড়িত বনকর্মীরাই

Latest News See More