সাম্প্রতিক ট্রেন্ডের সঙ্গে পাল্লা দিয়ে সেলফি তোলার হিড়িক বাড়ছে দিনকেদিন। আর পুজোর মণ্ডপে সেলফি তোলার সুযোগ পেলে তো কথাই নেই! কখনও সঙ্গীকে নিয়ে, কখনও বা প্যান্ডেল ও মা দুর্গাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন অনেকেই। এতে যে অন্যান্য দর্শনার্থীদের অসুবিধাও হতে পারে, তা মাথায় থাকে না অনেকসময়। ফলে ভিড়ও বেড়ে যায় অনেক। এ-জন্য পুজোর উদ্যোক্তারা অনেকসময়ই সেলফি তোলাকে উৎসাহ দেন না। কিন্তু তাতে কি আর মন মানে! তবে এবার এক অভিনব ব্যবস্থা করেছে হাতিবাগান সর্বজনীন, যাতে আপনি নন, স্বয়ং মা দুর্গাই ছবি তুলে দেবেন আপনার।
এবার পঁচাশি বছরে পা দিচ্ছে উত্তর কলকাতার এই বিখ্যাত পুজো। আর এই পুজোতেই উদ্যোক্তারা এনেছেন অভিনবত্ব। দুর্গার তিনটি চোখেই বসানো হয়েছে তিনটি মেগাপিক্সেল ক্যামেরা। আপনি যে-মুহূর্তে প্রতিমার উদ্দেশ্যে হাত জোড় করে প্রণাম করবেন, তখনই আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের সাহায্যে ক্যামেরা আপনার শরীরের অভিব্যক্তি বুঝে নেবে এবং আপনার ছবি তুলবে।
এই জটিল ব্যাপারটির সঙ্গে জড়িত আছেন ব্যাঙ্গালুরুর আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের বিশেষজ্ঞরা। আপনার মনে প্রশ্ন উঠতেই পারে – দুর্গা আপনার ছবি তো তুললেন, কিন্তু সেই ছবি আপনি পাবেন কী করে? রয়েছে এর সমাধানও। ছবি তোলা হলেই মণ্ডপে রাখা একটি স্ক্রিনে ফুটে উঠবে ছবি। পাশাপাশি, স্ক্রিনে থাকবে একটি QR কোডও। আপনার মোবাইল দিয়ে সেই কোডটি স্ক্যান করলেই, আপনার ফেসবুক প্রোফাইলে #MaaClicks ক্যাপশন সহ পোস্ট হয়ে যাবে ছবিটি।
মা দুর্গাই আপনার ফেসবুক ওয়ালে পোস্ট করে দিয়ে আসছেন না তো?