বিজ্ঞান ও প্রযুক্তির লাগামছাড়া উন্নয়নে বিপন্ন প্রাকৃতিক পরিবেশ। বহু প্রজাতিই বিলুপ্তির মুখে। তবে এবার সেইসব বিলুপ্তপ্রায় প্রজাতিকে বাঁচাতে আধুনিক প্রযুক্তিকেই হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন সংরক্ষণ বিশেষজ্ঞরা। নিউজিল্যান্ডের বিপন্ন মাউই ডলফিনকে বাঁচাতে তাই এবার বিশেষ ধরণের ড্রোন তৈরি করল সমুদ্র ও মৎস্য মন্ত্রালয়। শুধুই মাউই নয় অবশ্য, এই ড্রোনের সাহায্যে উত্তর নিউজিল্যান্ডের নানা প্রজাতির ডলফিনের সংখ্যা, তাদের বাসস্থানের আয়তন সবই নজরে রাখা হবে।
বেশ কিছুদিন ধরেই নিউজিল্যান্ডের মানুষ ডলফিন সুরক্ষায় উদ্যোগী হতে আবেদন জানাচ্ছিলেন সরকারকে। এবার সেই আবেদনেই সাড়া দিলেন নবনির্বাচিত মন্ত্রী ডেভিড পার্কার। বিশেষ করে মাউই প্রজাতির ডলফিন অত্যন্ত সঙ্কটে রয়েছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রাথমিক ড্রোন নজরদারির পরেও যে তথ্য উঠে এসেছে, তা যথেষ্ট উদ্বেগজনক বলেই জানাচ্ছেন ডেভিড পার্কার। দেখা গিয়েছে মাত্র ৬৩টি প্রাপ্তবয়স্ক মাউই ডলফিন রয়েছে উত্তর নিউজিল্যান্ডের উপকূল জুড়ে। তবে বিরল এই প্রজাতিটির সংরক্ষণের ব্যাপারে সমস্ত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেই আশ্বাস দিচ্ছে নিউজিল্যান্ড সরকার।
নিউজিল্যান্ড সরকারের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অলাভজনক সংস্থা মাউই-৬৩। এই বিশেষ ড্রোনটিও তাদেরই তৈরি। আকাশের বুক থেকে ছবি তুললেও ৫০ গুণ পর্যন্ত বড়ো করা যায় সেই ছবি। আর মোটামুটি ৯০ শতাংশ নির্ভুল তথ্য দিতে পারে এই ড্রোন। নিউজিল্যান্ডের ডলফিন সংরক্ষণের পাশাপাশি আগামীদিনে নানা ধরণের সামুদ্রিক ও অরণ্য প্রজাতির সংরক্ষণের ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে।
Powered by Froala Editor
আরও পড়ুন
পরিত্যক্ত জালে জড়িয়ে প্রাণসংশয়, সংকটে গঙ্গার কাছিম এবং ডলফিন