করোনা ভাইরাসের মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সামিল ডিআরডিও। রাসায়নিকের ব্যবহার ছাড়াই জীবাণুমুক্তকরণের পথ দেখাল ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তৈরি করল আলট্রা ভায়োলেট ডিসইনফেকশন টাওয়ার। যা সংক্রমিত এলাকাগুলিকে দ্রুত জীবাণুমুক্ত করতে সক্ষম হবে। সোমবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয় এই সংবাদ।
‘ইউভি-ব্লাস্টার’ নামের এই যন্ত্রে ব্যবহৃত হয়েছে ৬টি ৪৩ ওয়াটের আলট্রা ভায়োলেট বাল্ব। তবে বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য ২৫৪ ন্যানোমিটার। অর্থাৎ এই বিকিরণ জীবাণু ধ্বংস করলেও, ক্ষতি করবে না মানবদেহে। এই যন্ত্র একটি ১২ ফুট বাই ১২ ফুট ঘরকে জীবাণুমুক্ত করতে সময় নেবে মাত্র দশ মিনিট। ৪০০ স্কোয়ার ফুট এলাকাকে ৩০ মিনিটে স্যানিটাইজ করতে সক্ষম এই যন্ত্র।
ডিআরডিও-র দিল্লির পরীক্ষাগারেই তৈরি হয় এই প্রযুক্তি। যুক্ত ছিলেন লেসার সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের বিজ্ঞানীরা। তবে এই গবেষণায় উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে গুরগাঁওয়ের নিউ এজ ইন্সট্রুমেন্টস এন্ড ম্যাটিরিয়াল প্রাইভেট লিমিটেড-এরও।
দূর থেকেই নিয়ন্ত্রণ করা সম্ভব এই যন্ত্রকে। ল্যাপটপ, ফোন অথবা ওয়াইফাইয়ের মাধ্যমেই কাজ করতে সক্ষম এটি। ফলে রেলস্টেশন, হাসপাতাল, কারখানার মতো জনবহুল এলাকাগুলিতে এর ব্যবহার সংক্রমণ রোধে সাহায্য করবে দারুণভাবে। এ ব্যাপারে যথেষ্ট আশাবাদী বিজ্ঞানীরা। এখন শুধু এর দ্রুত বাণিজ্যিক ব্যবহারের কথাই ভাবছে কেন্দ্রীয় মন্ত্রক।