পরিবারে অর্থ সংকট ছিল চরমে। তবু স্বপ্নের উড়ানে তা লাগাম পরাতে পারেনি কিছুতেই। মাত্র ১৭ বছর বয়সে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে বিশ্ব রেকর্ড গড়লেন মুম্বইয়ের তরুণ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল। বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ইনিংস শুরু করতে নেমে মাত্র ১৫৪ বলে ২০৩ রান করেন যশস্বী। ইনিংসে ছিল ১২টি ছয় ও ১৭টি চার। তারকার কমতি ছিল না ঝাড়খণ্ড দলেও। বরুণ অ্যারন, শাহবাজ নাদিমের মতো আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পরিচিত বোলারেরা ছিলেন বিপক্ষে। তবু দমে যাননি যশস্বী। রেকর্ড গড়ার জন্য কঠিন বিপক্ষকেই বেছে নেন রামলীলার সময় ফুটপাথে একসময় পানিপুরিও বিক্রি করতে বাধ্য হওয়া ১৭ বছরের তরুণ।
ইতিমধ্যে অনেকেই ভবিষ্যতে তারকা বলছেন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ফেলা এই তরুন ব্যাটসম্যানকে। মুম্বইয়ের হয়ে খেললেও যশস্বীর বাড়ি আদতে উত্তরপ্রদেশে। প্রাথমিকভাবে পরিবারের সাহায্য না পেলেও, পরবর্তীকালে তাঁর বাবাই তাঁকে ক্রিকেটার হতে সর্বতোভাবে সাহায্য করেন বলে জানিয়েছেন তিনি। থাকার জায়গার অভাবে মুম্বইতে এসে রাত কাটিয়েছেন বিভিন্ন ক্লাবে অথবা ফুটপাথে। এমনকি পেট চালাতে রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্রি করেছেন পানিপুরিও।
লিস্ট-এ ক্রিকেট সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়ার পথে তিনি ভাঙলেন দক্ষিণ আফ্রিকার অ্যালান বারোর রেকর্ড, যিনি ১৯৭৫ সালে ২০ বছর ২৭৩ দিন বয়সে এই রেকর্ড গড়েছিলেন।
ছবি ঋণ - theweek.in