টেবিলের ওপর রাখা একটি মূর্তি। গৌরের। সেই গৌর, যিনি একসময় নদীয়াকে মাতিয়েছিলেন প্রেমে। তাঁরই মূর্তি পাঠিয়েছেন একজন, বীরভূমের কেঁদুলি থেকে। কেঁদুলি বা কেন্দুবিল্ব আবার জয়দেবের সাধনক্ষেত্র। গীতগোবিন্দ। গৌরের প্রিয় ছিল গীতগোবিন্দের পদ। এভাবেই, ডোকরার একটি ছোট্ট গৌরমূর্তিকে কেন্দ্র করে, একসঙ্গে মিলে গেল নদীয়া-বীরভূম। মিলনক্ষেত্র? মহানগরী কলকাতা।
আজ সন্ধ্যায় কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত হয়েছিল ‘দুধ পিঠের গাছ’ সিনেমাটির ট্রেলার রিলিজের অনুষ্ঠান। গণঅর্থায়ন বা ক্রাউড ফান্ডিং-এর মাধ্যমে তৈরি। আর সেই টাকা তুলে দিয়েছেন একটি গ্রামের প্রায় ১,১০০ পরিবার। হ্যাঁ, এমনই আশ্চর্য এক ঘটনার সাক্ষী বাংলা সিনেমা। নদীয়ার আড়ংঘাটা গ্রামের মানুষেরা সবাই মিলে প্রায় ২৫ লক্ষ টাকা তুলে দিয়েছেন পরিচালক উজ্জ্বল বসুর হাতে। তিলে-তিলে তৈরি হয়েছে সিনেমাটি। হয়ে উঠেছে সকলের সিনেমা।
আরও পড়ুন
একটা গোটা গ্রামই প্রযোজক, ছকভাঙা এক সিনেমার গড়ে ওঠার ‘সত্যি রূপকথা’
ট্রেলারও সেই সারল্যের গল্পই বলে। বলে একটা গ্রামের গল্প। একটা ছোট্ট ছেলে, আর তার স্বপ্নের গল্প। একদিন একটা পিঠে পুঁতবে সে মাটিতে, আর তারপর, সেই পিঠে থেকেই জন্ম নেবে গাছ। শিশুমন জটিলতা বোঝে না। সহজ অপেক্ষা তার। তারপর? বাকিটা জানতে হলে উঁকি দিতে হবে ট্রেলারেই...
প্রেস ক্লাবের অনুষ্ঠানটিতে প্রাণপ্রতিষ্ঠার ভারও নিজেদের কাঁধে তুলে নিয়েছিলেন সহজ মানুষরাই। কেউ পাঠিয়েছেন কেঁদুলির গৌরমূর্তি, কেউ আবার সুদূর আড়ংঘাটা থেকে নিয়ে এসেছেন মিষ্টি। খবরের কাগজ দিয়ে তৈরি ব্যাগ – তাও কি নেই! দর্শকদের কাছে হাতে-হাতে পৌঁছে যাচ্ছে সবই। তৈরি হচ্ছে বন্ধুত্ব। শুধু সিনেমা নয়, মানুষ ঘিরে। দিনের শেষে জয় যে তাঁদেরই!
আড়ংঘাটা ও তার আশেপাশের অঞ্চলের প্রায় ৪০ জন শিশু অভিনয় করেছে এই সিনেমায়। এতজন শিশুর সঙ্গে কাজ করতে অসুবিধে হয়নি? প্রশ্নের উত্তরে হেসে উঠলেন পরিচালক উজ্জ্বল বসু। জানালেন, শিশুরাই তো প্রাণ নিয়ে আসে যে-কোনো বিষয়ে। অসুবিধে তো হয়ইনি, বরং সামান্য শিখিয়ে নেওয়ার পর, তারাই অবাক করেছে বড়োদের। সহজাত সারল্য দিয়ে। সিনেমার নাম থেকে তৈরির পথ – সমস্তটা জুড়েই মিশে রয়েছে যে সারল্য...
ও হ্যাঁ, শুরুর কথায় ফিরে আসি। প্রেস ক্লাবে, টেবিলের ওপর রাখা ছিল একটি গৌরমূর্তি। আশ্চর্য, সিনেমার ছোট্ট ছেলেটি, যাকে ঘিরে বোনা হয়েছে গল্প, তার চরিত্রের নামও গৌর। কীভাবে মিলেমিশে যায় সমস্তকিছু, তাই না? নদীয়ার মাটিতে প্রেম লুকিয়ে, বলেছেন অনেক মহাজন। সেই সহজ প্রেম কি খুঁজে পাব আমরা সিনেমাতেও? ট্রেলার বাড়িয়ে দিয়েছে সেই আশা। আগামী ৩ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। অপেক্ষা তারই...