নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা মালিকের, ব্রিজে বসে একদৃষ্টে তাকিয়ে পোষ্য

লম্বা ব্রিজের রেলিংয়ের পাশেই বসে আছে একটি কুকুর। এক দৃষ্টে তাকিয়ে আছে জলের দিকে। কোনো দিকে সাড়াও দিচ্ছে না, কোথাও যাচ্ছেও না। কুকুরটি অপেক্ষা করছে তার মনিবের জন্য। মনিব তো নয়, বন্ধু! কিন্তু ওর বন্ধু কোথায়? সে বুঝতে পারছে না, কয়েকদিন আগেই তার বন্ধু, বা মনিব ওই জায়গা থেকেই ঝাঁপ দিয়েছিল জলে। আর ফেরেনি, ফিরবেও না। কিন্তু কুকুরটা বিশ্বাস রেখে বসে আছে। তার মনিব ঠিক ফিরে আসবে একদিন…

চিনের উহান। করোনা ভাইরাসের জন্য জায়গাটির নাম ইতিমধ্যেই ‘বিখ্যাত’ হয়ে গেছে। সেখানেই ইয়াংজে ব্রিজে ঘটেছে এমন ঘটনা। এক ব্যক্তি বেশ কয়েকদিন ধরে দেখছিলেন, একটি কুকুর বসে আছে ব্রিজের একপাশে। রেলিংয়ের ধারে বসে এক দৃষ্টে নিচে তাকিয়ে আছে সে। তার লক্ষ্য একটি নির্দিষ্ট জায়গা। ব্যক্তিটির মায়া পড়ে যায়। কিন্তু যতবারই কুকুরটিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, ততবারই ব্যর্থ হচ্ছেন। কুকুরটি কোথাও যাবে না। সে ওখানেই বসে থাকবে। জল, খাবার কিচ্ছু খায়নি সে। 

কিন্তু এমন বিষাদের কারণ কী? পুলিশে খবর যাওয়ার পর ঘটনাস্থলে আসেন তাঁরা। তারপর খোলসা হয় পুরো ব্যাপার। ৩০ মে রাতে একজন ব্যক্তি ইয়াংজে ব্রিজের ওই জায়গাটি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। সম্ভবত তাঁরই পোষ্য এই কুকুরটি। সেই দিন থেকেই কুকুরটি বসে আছে তার মনিব, বন্ধুর জন্য। মন খারাপ নিয়ে তাকিয়ে আছে জলের দিকে। তবে পুলিশ আসার পর তাকে আর দেখা যায়নি। সে কোথায় এখন, কেউ জানে না। সোশ্যাল মিডিয়ায় আসার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় খবরটি। সবার একটাই প্রার্থনা, এমন বন্ধুত্ব যেন বিশ্বের সব জায়গায় থাকে… 

Powered by Froala Editor

আরও পড়ুন
কুকুরের মুখে বাঁধা টেপ, খাদ্য-পানীয় ছাড়াই কেটেছে দু-সপ্তাহ; অমানবিক নির্যাতন কেরালায়

Latest News See More