সন্তান প্রসবের 'অপরাধ', অমানবিক শাস্তি পেল মা কুকুর

পোষ্য রাখতে ভালোবাসেন অনেকেই। তবে ঠিকমতো যত্ন নেওয়ার সময় মেলে না অনেকেরই, পোষ্যটির সঠিক দেখভাল করার মত পরিবেশও থাকে না অনেকক্ষেত্রে। কিন্তু তা বলে শিকলে বেঁধে রাখা! তাও সদ্য মা-হওয়া কুকুরকে! হ্যাঁ, এমন নিষ্ঠূর ঘটনাই ঘটেছে আয়ারল্যান্ডে। ছটি কুকুরছানা সহ তার মাকে বেঁধে রাখা হল শিকল দিয়ে।
মাঠে হাঁটতে গিয়ে এই দৃশ্য চোখে পড়ার সঙ্গে সঙ্গেই লংফোর্ডে আইএসপিসিএ ন্যাশানাল অ্যানিমেল সেন্টারে নিয়ে যাওয়া হয় মা ও তার ছানাদের। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাচ্চাগুলোর চোখ ফোটেনি তখনও। এও শোনা গেল, মা কুকুরটি সন্তান এতগুলি সন্তান প্রসব করায়, মালিক নাকি বিরক্ত হয়ে বাইরে শিকল দিয়ে বেঁধে রেখেছে কুকুরটিকে। ক্ষুধার্ত কুকুরটি ক্লান্ত হয়ে শুয়ে ছিল করুণভাবে। কোলের আড়ালে মুখ গুঁজে ছিল তার ছানারা।
চিকিৎসার পর কুকুর ও তার বাচ্চাগুলি সুস্থ অবস্থায় রয়েছে। ইতিমধ্যেই প্রত্যেকের নামকরণ করা হয়েছে। তবে, মালিকের সন্ধান এখনও পাওয়া যায়নি।
আর পেলেই বা কী! কোনো শাস্তিই কি এই নিষ্ঠুরতার উপযুক্ত? সদ্য মা-হওয়া কুকুরটি কোত্থেকে খাবার জোগাড় করবে, সন্তানদের খাওয়াবেই বা কীভাবে – এসব ভাবতে গেলে ‘মানুষ’ হতে হয়। ক’জনই বা পারে!