‘হাথরাসে কোনো ধর্ষণই হয়নি’, খবর ঘোরাতে পিআর এজেন্সিকে বরাত ইউপি সরকারের?

হাথরাস ধর্ষণকাণ্ড নিয়েই সারা দেশে জ্বলছে আগুন। বিশেষ করে উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসনের ওপরে ক্ষুব্ধ আপামর জনসাধারণ। নির্যাতিতার দেহ পরিবারের অনুপস্থিতিতেই জোর করে সৎকার করে পুলিশকর্মীরা। উপযুক্ত তদন্ত যে হয়নি, সেই অভিযোগই উঠেছিল প্রশাসনের বিরুদ্ধে। তবে এবার সামনে এল আরও এক বিতর্কিত তথ্য। হাথরাসের এই ধর্ষণকাণ্ডের নৃশংসতা ধামা চাপা দিতে মুম্বাইয়ের এক অ্যাড এজেন্সিকে ভাড়া করল উত্তরপ্রদেশ সরকার। এমনটাই দাবি তুলল একাধিক সংবাদমাধ্যম। যার ভিত্তি টুইটারে ছড়িয়ে পড়া একটি পোস্ট।

সম্প্রতি উত্তরপ্রদেশের ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রশান্ত কুমার সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, ফরেন্সিক রিপোর্টের হিসাবে ধর্ষণ হয়নি ওই নির্যাতিতার। উত্তরপ্রদেশ পুলিশের এই দাবির সমান্তরালেই ঘটে যায় আরও একটি ঘটনা। দেশের বহু সাংবাদিকদের কাছেই মুম্বাইয়ের সংস্থা ‘কনসেপ্ট পিআর’-এর থেকে পৌঁছল ইমেল। পাঠানো হল উত্তরপ্রদেশ সরকারের প্রেস রিলিজের বক্তব্য। 

সেখানে উল্লেখ করা হয়েছে, হাথরাসের ওই নির্যাতিতার ধর্ষণ হয়নি। বরং জাতি বৈষম্যের কারণে হিংসা ছড়ানোর জন্যই সোশ্যাল মিডিয়ায় এমনটা দাবি করছে এক শ্রেণীর মানুষ। বৃহত্তর অর্থে এটি একটি চক্রান্ত। সম্প্রতি একাধিক সাংবাদিক এই ই-মেলের ছবিও প্রকাশ্যে আনেন টুইটারে। আর তারপর যেন ঘৃতাহুতি দেওয়া হয় জ্বলতে থাকা এই তপ্ত বিতর্কে। এবার কি সংবাদ মাধ্যমকেও চোখে ঠুলি পরিয়ে দিল পরিবর্তনের চেষ্টা করছে উত্তরপ্রদেশ সরকার? উঠে আসছে সেই প্রশ্নই।

https://twitter.com/anitajoshua/status/1311689118426951682

কিন্তু এই ‘কনসেপ্ট পিআর’ এজেন্সি আসলে কারা? কী তাঁদের বৃত্তান্ত? সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতেই দেখা গেল, এই ধরণের বহু ঘটনারই দিক পরিবর্তন করেছে ‘কনসেপ্ট পিআর’। উড়িষ্যার শিল্পোন্নয়ন দপ্তরের কাজের জন্য উচ্ছেদের মতো ঘটনার ওপর নতুন রং চড়িয়েছিল এই সংস্থা। দিল্লিতে বিভিন্ন সংবাদ মাধ্যমের পেইড ইন্টারভিউয়ের মাধ্যমে গতি ঘুরিয়ে দিয়েছিল প্রতিবাদের। 

আরও একটি ঘটনার উল্লেখে দেখা যাচ্ছে ওয়াধাওয়া গ্রুপের এক বহুতলে জলের পাইপ ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল একজন নিরাপত্তারক্ষীর। আবাসিকরাও প্রতিবাদ জানিয়েছিল এই বিষয়ে। তবে সংবাদমাধ্যমকে সেই আবাসনে আর প্রবেশই করতে দেয়নি পিআর এজেন্সি। বরং নিজেদের বয়ান অর্থ দিয়ে প্রকাশিত করে বিভিন্ন সংবাদমাধ্যমে। আবাসিকদের মুখেও কুলুপ আঁটে এই বেসরকারি সংস্থা। 

আরও পড়ুন
ধর্ষণ শুধুই যৌনাঙ্গ-নির্ভর নয়; যৌনতার ভাষা শিখতে হবে প্রথমে : মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়

এমনই সব ঘটনায় চূড়ান্ত সাফল্য পেয়েছে কনসেপ্ট পিআর। এবার তার ডগট্যাগের তালিকায় কি যুক্ত হতে চলেছে হাথরাসের ঘটনাও? তেমন সম্ভাবনার কথাই শোনাচ্ছেন সাংবাদিকরা। আর এতেই ঘৃতাহুতি পড়েছে ক্ষোভে...

তথ্যসূত্রঃ

১। Now, PR agency pushes Adityanath government line that Hathras woman was not raped – scroll.in

আরও পড়ুন
ফায়ারিং স্কোয়াডে গুলি কিংবা প্রকাশ্যে শিরশ্ছেদ - পৃথিবীর কিছু দেশে ধর্ষণের শাস্তি এমনই!

২। Did UP govt hire a PR agency to share clarifications about Hathras case? Twitter thinks so - Anwesha Mitra - Freepressjournal

৩। https://www.conceptpr.com/

Powered by Froala Editor

আরও পড়ুন
থানা অব্দি পৌঁছয় না অনেক ধর্ষণের ঘটনাই, ক্ষোভে ফুঁসছেন উত্তরপ্রদেশের সমাজকর্মী রূপরেখা ভার্মা

More From Author See More