অযোধ্যার বন, পাহাড়, প্রকৃতি এবং মূলনিবাসী মানুষদের নিয়ে একটি তথ্যচিত্র বানিয়েছিলেন ইমন সাঁতরা এবং কৌশিক মুখার্জি। ‘বনমানুষ’ নামের সেই তথ্যচিত্রই স্থানীয় মানুষদের দেখানোর জন্য তাঁরা গিয়েছিলেন অযোধ্যায়। গতকাল রাতে দেখানোও হয় সেই ছবি। ফেসবুক মারফত সে-দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও দিয়েও দিয়েছিলেন ইমন ও কৌশিক।
আজ সকাল থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান দুজন। স্থানীয় বাসিন্দাদের ধারণা ছিল, তাঁদের আটক করেছে পুলিশ। তাঁদের বক্তব্য, জুলাই মাসে এভাবেই সৌরভ মুখার্জি ও আরও চারজনকে আটক করেছিল পুলিশ। অভিযোগ ছিল, স্থানীয় আন্দোলনে মদত দেওয়ার চেষ্টা। এক্ষেত্রেও তেমন কিছুই ঘটেছে বলেই আশঙ্কা গ্রামবাসীদের।
এই দুই তথ্যচিত্র নির্মাতাই ‘অযোধিয়া বুরু বাঁচাও আন্দোলন’-এর সঙ্গে সম্পর্কযুক্ত। ওখানে যে পাম্প স্টোরেজ প্রকল্পের কাজ চলছে, তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন যাঁরা, তাঁদের মধ্যেও ছিলেন এই দুজন। হাইকোর্ট এই প্রকল্পে স্থগিতাদেশ জারি করেছেন। সেহেতু এই মুহূর্তে ওখানে কোনো আন্দোলনও নেই। এমতাবস্থায় তথ্যচিত্র দেখানোর পর আজ সকালে এই দুজনের নিরুদ্দেশ হয়ে যাওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁদের সন্ধান পেতে আড়ষা থানায় যোগাযোগও করেম মানবাধিকার ও সামাজিক আন্দোলনের কর্মীরা।
স্থানীয় পুলিশ প্রশাসন প্রথমে এই দুজনের নিখোঁজ হওয়ার পিছনে তাঁদের ভূমিকা অস্বীকার করলেও পরে এসপি পুরুলিয়া এপিডিআর-এর পক্ষ থেকে জানানো হয়, ‘সাসপিশাস মুভমেন্ট’-এর জন্য তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আপাতত এই দুই তথ্যচিত্র নির্মাতার মুক্তির খবর পেতে উদগ্রীব হয়ে রয়েছেন তাঁদের বন্ধুবান্ধব ও আত্মীয়রা।