৪৬ বছর ধরে বিনামূল্যে চিকিৎসা করছেন এই ডাক্তারবাবু, ভাত না খাইয়ে ছাড়েন না রোগীদের

বিভিন্ন ক্ষুব্ধ মানুষের মুখে অনেকসময়ই শোনা যায় ডাক্তারদের নিন্দা। গত কয়েকবছরে ডাক্তারদের ওপর ক্ষুব্ধ জনতার আক্রমণের নজিরও প্রচুর। তবে এর ব্যতিক্রমও আছে। অনেক মানুষ এখনও ডাক্তারদের ‘ঈশ্বরের দূত’ মনে করেন। তেমনই একজন ডাক্তারবাবু বি রামানা রাও।

বেঙ্গালুরুর কাছে  ছোট্ট গ্রাম টি. বেগুরে বসবাস করেন এই ডাক্তারবাবু। ১৯৭৩ সাল থেকে শুরু করে আজ অব্দি ওই গ্রামের কুড়ি লক্ষেরও বেশি মানুষের বিনামূল্যে চিকিৎসা করেছেন ৬৮ বছরের পদ্মশ্রী এই ডাক্তার।  ছোটবেলায় সঠিক চিকিৎসার অভাবে গ্রামের মানুষের কষ্ট দেখেছিলেন তিনি। তখনই ঠিক করেন, বড় হয়ে ডাক্তার হবেন এবং ফিরে আসবেন গ্রামের এই মানুষগুলির কাছেই। সেইমতো, এমবিবিএস পড়া শেষ করে আবার নিজের গ্রামেই ফিরে আসেন তিনি।  

ক্লিনিক খোলার পাশাপাশি ১ কিলোমিটার লম্বা শেড তৈরি করেছেন, যাতে রোদে বা বৃষ্টিতে রোগী ও তাঁর আত্মীয়স্বজনদের সমস্যা না হয় কোনো। ফ্রি চেক আপ ছাড়াও ব্লাড প্রেসার, ইসিজি, সুগার মাত্রা, প্রাথমিক চিকিৎসা, দাঁতের রোগ, চোখের সমস্যা দেখানোরও সুবিধা রয়েছে এই ক্লিনিকে। রোগীদের খালি পেটে ফিরিয়ে দিতে জানেন না তিনি, থালাভর্তি ভাত ও সম্বর খেয়েই ফেরে সবাই। এছাড়াও, গ্রামে ৭০০টি বাথরুম, বিভিন্ন স্কুল তৈরি, জলের ব্যবস্থা ইত্যাদিতেও মুক্তহস্ত এই ডাক্তারবাবু।

গত ৪৬ বছর ধরে এভাবেই সাধারণ মানুষের সেবা করে চলেছেন ডাক্তার রামানা রাও। শৈশব-কৈশোরে দেখা গ্রামের সংকট ঘোচাতে এগিয়ে এসেছেন নিজেই। আজ তিনি হাজারো মানুষের আদর্শ। তাঁকে সেলাম।

ছবি ঋণ - ইউটিউব

Latest News See More