প্ল্যাস্টিক ব্যবহার কমাতে বাঁশের তৈরি পরিবেশ-বান্ধব জলের বোতল আবিষ্কার অসম-নিবাসী ধৃতিমানের

এই মুহূর্তে পরিবেশের সামনে অন্যতম বিপদ হল প্ল্যাস্টিক। প্ল্যাস্টিকের ব্যবহার কমাতে নানা উদ্যোগই শুরু হয়েছে বিশ্বজুড়ে। ভারতের নানা প্রান্তেও চলছে প্ল্যাস্টিক পুনর্ব্যবহারের এবং বর্জনের নানা পরিকল্পনা। সেই পথে হেঁটেই বাঁশের তৈরি জলের বোতল তৈরি করলেন অসমের ধৃতিমান বড়াই। এই বোতল থেকে জল লিকও হবে না। পরিবেশ-বান্ধব এই জলের বোতল ব্যবহার করলে প্ল্যাস্টিক বোতলের অত্যধিক ব্যবহারও কমবে।

প্ল্যাস্টিক বর্জনের ডাক বারবার ধাক্কা খেয়েছে এই দেশে। এর অন্যতম কারণ, আমাদের প্রাত্যহিক জীবনে প্ল্যাস্টিকের চাহিদা বিপুল। দৈনন্দিন নানা কাজে আমাদের প্ল্যাস্টিক লাগেই। ধৃতিমান বড়াই এই প্ল্যাস্টিক-নির্ভরতার উল্টোপিঠে একটা ছোট সমাধান দেখাচ্ছেন। বাঁশের তৈরি জলের বোতলের মুখ বন্ধ করা হয়েছে একটি কর্ক দিয়ে। বোতলের নিচের অংশ এমনভাবেই তৈরি যে জল চুঁইয়ে পড়ার কোনো সম্ভাবনাই নেই।

আইআইটি-র প্রাক্তন ছাত্র ধৃতিমান বড়াইয়ের আবিষ্কৃত এই পরিবেশ-বান্ধব জলের বোতলের অন্যতম বৈশিষ্ট্য হল, এতে জল প্রাকৃতিকভাবেই ঠান্ডা থাকে। রেফ্রিজারেটরে বোতল ঢোকানোর প্রয়োজনই পড়ে না। সব মিলিয়ে, প্ল্যাস্টিকের বোতলের বদলে পরিবেশ-বান্ধব নতুন এই জলের বোতল সব দিক থেকেই যে আশার আলো দেখাচ্ছে, বলাই বাহুল্য।

Latest News See More