ইতিহাসে প্রথমবার পেট্রোলের মূল্যকেও ছাপিয়ে গেল ডিজেল, হতবাক গোটা দেশ

টানা ১৮ দিনের মূল্যবৃদ্ধিতে দেশে আকাশ ছুঁল ডিজেলের দাম। তবে বিগত ১৭ দিন দিল্লিতে দাম বাড়েনি পেট্রোলের। ফলে রাজধানীতে প্রতি লিটার ডিজেলের দাম ছাপিয়ে গেল সমপরিমাণ পেট্রোলের মূল্যকে। গতকাল বুধবার দিল্লিতে ডিজেলের দাম পৌঁছাল ৭৯.৮৮ টাকা প্রতি লিটার। সেখানে পেট্রোলের মূল্য ছিল ৭৯.৭৬ টাকা। ভারতে এমন ঘটনা এই প্রথম।

করোনা আবহে জ্বালানি তেলের চাহিদা তলানিতে এসে ঠেকেছিল সারা দেশে। পাশাপাশি কমেছিল সরকারের রাজস্বও। সেই ঘাটতি পূরণ করতেই মার্চ থেকে প্রতি লিটারে ৩ টাকা আবগারি শুল্ক লাগু করে দিল্লির কেজরিওয়াল সরকার। লকডাউনের পর মে মাসে সেই শুল্ক বাড়ানো হয় পেট্রোলের ক্ষেত্রে ১০ টাকা এবং ডিজেলের ক্ষেত্রে ১৩ টাকা প্রতি লিটার। পাশাপাশি জ্বালানি তেলের কোম্পানিগুলিও শুরু করেছিল মূল্য নির্ধারণ। কাজেই শিখরে পৌঁছোয় তেলের দাম।

ভারতে জ্বালানির চাহিদা অনুযায়ী যে খনিজ তেল আমদানি করা হয়, তাতে ডিজেলের দামই বেশ খানিকটা ওপরে থাকে পেট্রোলের থেকে। সারা বিশ্বের বাজারেই তাই। তবে এই মূল্যের ওপরে প্রথমে কেন্দ্রের কর এবং তারপর সংশ্লিষ্ট রাজ্যগুলির কর বসার কারণে বেড়ে যায় চূড়ান্ত মূল্য। তবে গণপরিবহণে ডিজেল ব্যবহৃত হয় বলেই, ডিজেলের কর কম রাখা হয়। স্পষ্টত করোনা ভাইরাসের মহামারীতে অর্থনৈতিক মন্দার মধ্যে সরকারি আয় ফেরাতেই এই উদ্যোগ কেজরিওয়াল সরকারের।

তবে সার্বিকভাবে ডিজেলের দাম বাড়লেও দিল্লি ছাড়া কলকাতা, চেন্নাই, মুম্বাইসহ অন্যান্য শহরগুলিতে দাম অনেকটাই কম পেট্রোলের থেকে। এদিন কলকাতায় পেট্রোলের দাম ছিল ৮১.৪৫ টাকা প্রতি লিটার। এবং ডিজেলের দাম ছিল ৭৫.০৬ টাকা। তবে ডিজেলের এই মূল্যবৃদ্ধিতে বাসের ভাড়াও হঠাৎ বাড়বে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এমনকি রাজ্যের ঘোষণার আগেই ১২টি রুটে ইতিমধ্যেই বেড়েছে বাসভাড়া...

আরও পড়ুন
পরিত্যক্ত প্লাস্টিক থেকেই তৈরি পেট্রোল, কৃতিত্ব হায়দ্রাবাদের ইঞ্জিনিয়ারের

Powered by Froala Editor

আরও পড়ুন
পেট্রোলের বিকল্প সমুদ্র-শৈবাল, পরিবেশ দূষণ কমাতে নতুন জ্বালানির হদিশ

Latest News See More