আগেই দুই পর্যায়ে প্রায় ৩০০ জন পরিযায়ীদের নেপাল থেকে ফিরিয়ে এনেছিলেন বাংলা অভিনেতা তথা ঘাটালের সাংসদ দেব। আবারো মানবিকতার উদাহরণ রাখলেন তিনি। এবার রাশিয়ায় আটকে থাকা ৭৭জন ছাত্র-ছাত্রীকে ফিরিয়ে আনতে উদ্যোগ নিলেন দেব। তাঁদের অধিকাংশই কলকাতার বাসিন্দা।
করোনা ভাইরাসের সংক্রমণ এবং লকডাউন। ভারত এবং রাশিয়া দুই দেশের অবস্থাই এখন একরকম। সংক্রমণ রুখতে বন্ধ রাখা হয়েছে বিশ্বব্যাপী বিমান পরিষেবাও। ফলে বিদেশের মাটিতে বন্দি হয়েছেন অনেকেই। রাশিয়ার ভার স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পাঠ্যরত অখিলেন্দু করক নামে এমনই এক পড়ুয়া দ্বারস্থ হয়েছিলেন দেশের প্রশাসকদের কাছে। গত ১১ জুন দুরাবস্থার কথা ট্যুইটে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রকের দফতর এবং মুখ্যমন্ত্রীকে। জানিয়েছিলেন সাংসদ দেবকেও। বাকিদের চোখ এড়িয়ে গেলেও দ্রুত সাড়া দেন দেব। আশ্বাস দেন ফিরিয়ে আনার সম্পূর্ণ চেষ্টা করার ব্যাপারে।
নিজের কথা মতই প্রতিশ্রুতি রাখলেন দেব। চারদিনের মধ্যেই জরুরি তৎপরতায় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে ছাত্রটিকে ফিরিয়ে আনার উদ্যোগ নিলেন তিনি। তবে অখিলেন্দু একা নয়, তাঁর মতো আরো ৭৭ জন চিকিৎসা বিজ্ঞানের-পড়ুয়াদের ‘বন্দে-ভারত’ মিশনের সাহায্যে বাংলায় ফিরিয়ে আনছেন দেব। আগামী ২৭ জুন বিমানের বন্দোবস্ত করা হয়েছে ছাত্রদের জন্য।
পাশাপাশি ফিরে আসার পর তাঁদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে অনুরোধ জানিয়েছেন ঘাটালের সাংসদ। ‘দেশের ভবিষ্যৎ’ সম্বোধন করে তাঁদের বারবার তিনি সচেতন করেন বাড়তি সতর্কতা নেওয়ার জন্য, একসঙ্গে পাশাপাশি ভাইরাসের বিরুদ্ধে লড়াইটা লড়ার জন্য। দেবের এই উদ্যোগে উচ্ছ্বসিত রাশিয়ার ছাত্ররা। মুগ্ধ অভিনেতার এই মানবিকতার স্পর্শ পেয়ে।
আরও পড়ুন
‘বাংলার সোনু সুদ’ হিসেবে নয়, নিজগুণেই পরিযায়ী শ্রমিকদের পাশে দেব
Powered by Froala Editor
আরও পড়ুন
কেরালা থেকে বিশেষ প্লেনে মহিলাদের ওড়িশায় পাঠালেন সোনু সুদ