আমেরিকা-রাশিয়া যুদ্ধে গোয়েন্দার কাজ করত পায়রা, কাক

পায়রাকে আমরা শান্তির দূত হিসেবেই জানি। কিন্তু প্রাচীনকালে রাজাদের আমলে হোক, বা পরবর্তীকালে যুদ্ধের সময় পায়রাদের মাধ্যমে খবর পৌঁছে দেওয়ার কাজও করা হয়েছে। ঠিক যেমনটা হয়েছিল ঠান্ডা লড়াইয়ের সময়। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এই তথ্যটি প্রকাশ করেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের এই ঠাণ্ডা লড়াইয়ে মূল প্রতিপক্ষ ছিল আমেরিকা এবং রাশিয়া। সেই সময় দুপক্ষেরই গোয়েন্দারা অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। তবে গোয়েন্দা যে শুধু মানুষই ছিল তা নয়। সিআইএ জানিয়েছে, এই সময় পায়রাদেরও গোয়েন্দা হিসেবে ব্যবহার করা হত। শুধু পায়রা নয়, সিল, ডলফিন, দাঁড়কাককেও কখনও কখনও এই কাজে ব্যবহার করা হত। তাদেরকে নিখুঁতভাবে প্রশিক্ষণ দেওয়া হত। সমস্ত কাজটাই অবশ্য হত অত্যন্ত গোপনে। সোভিয়েত রাশিয়ায় গিয়ে ছবি তোলা, গোপন জায়গায় ক্যামেরা রেখে আসা, এমনকি জলপথে নজরদারির কাজও এরা করত। এবং একদম নিখুঁতভাবে সম্পন্ন করত এই কাজ। এই সংক্রান্ত যাবতীয় ফাইল, তথ্য সমস্তটাই এতদিন চাপা পড়ে ছিল। সিআইএ-এর এই উদ্যোগের ফলে এখন আরও বিস্তারিতভাবে বিশ্ব এই কথা জানতে পারবে বলে মনে করা হচ্ছে।

Latest News See More