চোখে দেখতে পায় না সে। কিন্তু তাই বলে মনোবলে কোনওরকম খামতি নেই। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ইংল্যান্ডে প্যারা জুডো কমনওয়েলথ গেমসে যাচ্ছেন নরেন্দ্রপুরের ছাত্র বুদ্ধদেব জানা।
জন্মের পর সেরকম কোনও অসুবিধাই ছিল না বুদ্ধদেবের। দেখতে পেত ঠিকঠাক। অন্যান্য অসুবিধাও ছিল না। তিনমাস বয়স থেকে সমস্যা দেখা দিতে শুরু করে। প্রাথমিকে পড়ার সময়ই চোখের সেই সমস্যা ধীরে ধীরে বাড়তে থাকে। পরবর্তীকালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে এসে ভর্তি হন বুদ্ধদেব। সেই সঙ্গে চলে ডাক্তার দেখানো। কিন্তু, ফল কিছু হয় না। একটা সময় অন্ধকার প্রায় অনেকটাই জাঁকিয়ে ধরে। সেই থেকে অন্ধকারই সঙ্গী তার।
কিন্তু চোখের কালো তার মনে কোনও প্রভাব ফেলতে পারেনি। পড়াশোনার সঙ্গে খেলাধুলাতেও যথেষ্ট ভাল বুদ্ধদেব। মিশনের শিক্ষকদের পরামর্শে সেই খেলা চলতে থাকে। একটা সময় সাঁতারে জাতীয় স্তরে সোনাও পেয়েছে বুদ্ধদেব। তারপর জীবনে আসে জুডো। দুইবছর আগে রাজ্য জুডো প্রতিযোগিতায় সোনা জেতে সে। তার নতুন পর্যায়ের সাফল্যের শুরু এখান থেকেই। চেন্নাইয়ের বাছাই পর্বেও উত্তীর্ণ হয়েছে বুদ্ধদেব। এখন অপেক্ষা আন্তর্জাতিক মঞ্চে পা ফেলার। এখন চলছে জোরকদমে অনুশীলন। এবার আন্তর্জাতিক মঞ্চও জয় করতে চায় নরেন্দ্রপুরের বুদ্ধদেব।