মাঠেই অচৈতন্য ড্যানিশ তারকা এরিকসন, আতঙ্কের প্রহর ফুটবলমহলে

ফের কি চরম দুঃসংবাদে কেঁপে উঠতে চলেছে ফুটবল বিশ্ব? ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচে ড্যানিশ তারকা ক্রিশ্চিয়ান এরিকসনের অচৈতন্য হয়ে মাঠেই লুটিয়ে পড়ার ঘটনায় সেই আতঙ্কই গ্রাস করেছে ফুটবল-প্রেমীদের। ইউরো কাপে ডেনমার্ক বনাম ফিনল্যান্ডের ম্যাচে প্রথমার্ধের খেলা চলছিল। একটা থ্রো-ইনের সময় হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন এরিকসন। সঙ্গে-সঙ্গে তাঁকে ঘিরে বৃত্ত তৈরি করেন দুই দলের ফুটবলাররা। কান্নাতেও ভেঙে পড়েন অনেকে। মাঠেই সিপিআর দেওয়া হয় তাঁকে। খেলা স্থগিত করে দেওয়া হয়। স্ট্রোক বলেই প্রাথমিক ধারণা চিকিৎসকদের। মাঠেই ১৫ মিনিট ধরে সিপিয়ার দেওয়ার পর, শ্বাস নিতে দেখা যায় এরিকসেনকে। তবে, এখনও এরিকসেন সম্পূর্ণ বিপদমুক্ত কিনা, সে ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইউরো। এই ঘটনা যে প্রাণঘাতীও হতে পারে, এমনটাই মনে করছে ফুটবল মহল।

এরিকসন ডেনমার্কের শ্রেষ্ঠ তারকা। হল্যান্ডের আয়াখস আমস্টার্ডামে খেলা শুরু করে তিনি চুটিয়ে খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগেও। তারপর ২০২০ সাল থেকে ইন্তার মিলানের প্রথম একাদশের নিয়মিত স্তম্ভ। দেশের হয়ে ১০৮টি ম্যাচ খেলে ৩৬টি গোল করেছেন এই তারকা ফুটবলার। স্বাভাবিকভাবেই এই ধাক্কা মেনে নিতে পারছেন না কেউই।

Powered by Froala Editor

আরও পড়ুন
মিস করেননি একটিও ম্যাচ, সদ্যপ্রয়াত দম্পতিকে বিরল সম্মাননা তুর্কির ফুটবল ক্লাবের

Latest News See More