শরণার্থী ইউক্রেনীয় শিশুদের জন্য বিশেষ পুস্তিকা ডেনমার্কের

গত ফেব্রুয়ারি মাসে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে গৃহহীন হয়েছেন লক্ষ লক্ষ ইউক্রেনিয়ান নাগরিক)। তাঁদের ফেরায়নি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলিও। বিশেষত পোল্যান্ড, জার্মানি, ব্রিটেন, হাঙ্গেরি, ডেনমার্কের মতো দেশগুলিতে আশ্রয় পেয়েছেন হাজার হাজার মানুষ। কিন্তু নিজের ভিটে-মাটি ছেড়ে এসে ভিন দেশে মানিয়ে নেওয়া কি সহজ ব্যাপার? শরণার্থীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে তাই এবার অভিনব এক উদ্যোগ নিল ডেনমার্ক (Denmark)। ইউক্রেনীয় শরণার্থী (Ukrainian Refugees) বিশেষত শিশুদের জন্য প্রকাশ করল ছোট্ট একটি সচিত্রিত পকেট পুস্তিকা। 

মিডিয়াব্র্যান্ডস কন্টেন্ট স্টুডিও। পকেট পুস্তিকা প্রকাশ এবং বিনামূল্যে তা শরণার্থীদের মধ্যে বিতরণের উদ্যোগ নিয়েছিল ডেনমার্কের এই বেসরকারি সংস্থাটিই। ডেনমার্কের ইতিহাস, ডেনমার্কের ভাষা, সংস্কৃতি, ড্যানিসদের আচার-আচরণ, খাদ্যাভ্যাস এবং ডেনমার্ক ও ইউক্রেনের মধ্যে সাংস্কৃতিক বন্ধন— এসব কিছুই অল্পবিস্তর লিপিবদ্ধ করা হয়েছে ‘ওয়েলকাম টু ডেনমার্ক’ নামের সংশ্লিষ্ট পকেট গ্রন্থটিতে। 

তবে শরণার্থীদের বিনামূল্যে এই গ্রন্থ বিতরণই নয়, গ্রন্থটি ছাপার দায়িত্বও তুলে দেওয়া হয়েছিল ইউক্রেনিয়ান শরণার্থীদের হাতে। গ্রন্থটি ড্যানিস থেকে ইউক্রেনিয়ান এবং ইংরাজি ভাষায় অনুবাদ করেছেন একদল ইউক্রেনীয় মহিলা। পাশাপাশি ছাপার কাজেও জায়গা করে দেওয়া হয়েছিল বেশ কিছু ইউক্রেনিয়ান শরণার্থীদের। 

প্রাথমিকভাবে ২০ হাজার কপি ছাপানো হয়েছিল এই পকেট পুস্তিকা। উল্লেখ্য, মাত্র দু’দিনের মধ্যেই ফুরিয়ে যায় এই গ্রন্থের সমস্ত কপি। ট্রেন, বাস ও ফেরি কোম্পানিগুলির থেকে ক্রমশ আবেদন আসতে থাকে নতুন কপির। শরণার্থী যাত্রীদের মধ্যে এই গ্রন্থের চাহিদাই তার অন্যতম কারণ। সেই প্রেক্ষিতেই নতুন করে ছাপানোর ব্যবস্থা হয়েছে আরও ২০ হাজার গ্রন্থ। পাশাপাশি এই গ্রন্থই যেন হয়ে উঠেছে ডেনমার্কের সুভেনির। ইউক্রেন থেকে আগত মানুষদের ‘স্বাগত’ ও আতিথেয়তা জানাতে এই গ্রন্থকেই ব্যবহার করছে ড্যানিস পরিবহন সংস্থাগুলি। অন্যদিকে ইউক্রেনিয় সংস্কৃতি সম্পর্কে ডেনমার্কের মানুষদের অবগত করতেও পরবর্তীতে বিশেষ পুস্তিকা প্রকাশের ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে সংশ্লিষ্ট ড্যানিস স্টুডিওটি। এই আতিথেয়তা এবং মানবিক উদ্যোগ এককথায় কুর্নিশ জানানোর মতোই। ডেনমার্কের এই মডেল অন্যান্য ইউরোপীয় দেশগুলিও আত্মস্থ করলে অনেকটাই বদলে যাবে পরিস্থিতি, তাতে সন্দেহ নেই কোনো…

Powered by Froala Editor

More From Author See More