পশুদের প্রতি মানুষের সচেতনতা, ভালোবাসা আগের থেকে অনেকটাই বেড়েছে। রাস্তার কুকুরের থেকে শুরু করে সার্কাসের প্রাণী সবাইকে রক্ষা করতেই কমবেশি উদ্যোগ নিয়েছেন পশুপ্রেমীরা। অনেক দেশ সার্কাসে বন্য পশু বেঁধে রেখে খেলা দেখানোর মত নোংরা প্রথার ওপর নিষেধজ্ঞা জারি করলেও, ডেনমার্কের মতো পদক্ষেপ নিতে সচরাচর দেখা যায় না কাউকেই।
রাম্বলিন, লারা, জেনি, জুঙ্গা নামের হাতিগুলি যাতে শান্তিপূর্ণ ভাবে তাদের শেষ জীবন কাটাতে পারে, সেই কারণেই এই অভিনব উদ্যোগ ‘অ্যানিমাল প্রোটেকশন ডেনমার্ক’-এর। এর আগেও বিভিন্ন পর্যায়ে সার্কাস থেকে হাতি কিনে নিয়েছে সে-দেশের সরকার। যতদিন না যোগ্য বাসস্থানের ব্যবস্থা করা যায়, সরকারের তত্ত্বাবধানেই থাকবে হাতিগুলি। আগামী বছর থেকে ডেনমার্ক সরকার সার্কাসে বন্যপ্রাণী ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। সে-জন্যেই প্রায় ১.৬ মিলিয়ন ডলার খরচ করে সার্কাস দলগুলির কাছ থেকে হাতি কিনে নিল তারা।