নবনির্মিত একটি রাজপ্রাসাদ। আকারে খুব বড়ো নয়। মোটামুটি ২১ মিটার। অথচ এই উচ্চতাই রেকর্ড তৈরি করে ফেলেছে। কেন? কারণ পুরো প্রাসাদটি নির্মিত হয়েছে বালি দিয়ে। এর আগে বালি দিয়ে এত উঁচু স্থাপত্য বানাতে পারেননি কেউই। সম্প্রতি এমনই আশ্চর্য এক প্রাসাদ তৈরি হয়েছে ডেনমার্কের ব্লোখাস শহরে।
এর আগে ২০১৯ সালে বিনজ শহরের একটি স্যান্ড-স্কাল্পচার উৎসবে তৈরি ১৭.৫ মিটার উঁচু প্রাসাদটি এতদিন উচ্চতম প্রাসাদের রেকর্ড ধরে ছিল। সেই রেকর্ড ভেঙে দিলেন ড্যানিস শিল্পীরা। ৩০ জন শিল্পীর একটি দল অক্লান্ত পরিশ্রমে গড়ে তুলেছেন এই প্রাসাদ। প্রাসাদগাত্রে যেমন ফুটে উঠেছে রূপকথার নানা ছবি, তেমনই সমসাময়িক প্রসঙ্গও আড়াল হয়ে যায়নি। থামগুলির উপরে তাই ফুটে উঠেছে করোনা ভাইরাসের প্রতিকৃতি। তবে এই প্রাসাদের ভিতরে নেই কোনো রাজা বা রাজদরবার। পুরোটাই নিরেট বালি দিয়ে তৈরি। প্রায় ৪৮৬০ টন বালি দিয়ে তৈরি হয়েছে এই কাঠামো। সঙ্গে অবশ্য স্থায়ীত্ব বাড়ানোর জন্য সামান্য কাদা এবং আঠা মেশানো হয়েছে।
যদিও এই প্রাসাদ বেশিদিন স্থায়ী হবে না, সে-কথা স্পষ্ট করে দিয়েছেন নির্মাতারা। তবে আগামী শীতকালটুকু সমস্ত দর্শকের জন্য যত্ন করেই রেখে দেওয়া হবে। এর মধ্যে নানা দেশেই করোনা অতিমারীর তীব্রতা কিছুটা কমে এসেছে। বৈদেশিক পরিবহণও শুরু হয়ে গিয়েছে অনেক জায়গায়। এমন সময়ে ডেনমার্কের এই নতুন আকর্ষণে অনেক পর্যটকই ছুটে আসবেন বলে আশা করছেন শিল্পীরা। এমন ক্ষণজন্মা বিস্ময়ের সাক্ষী তো সবাই থাকতে পারবেন না।
Powered by Froala Editor
আরও পড়ুন
গাছতলায় ‘মুঘল-এ-আজম’এর গান রেকর্ড; গানের পুস্তিকা লিখেছেন শার্লক হোমসও!