ডেঙ্গু জ্বরের কারণে প্রতিবছরই মৃত্যু হয় শত শত মানুষের। ভারতের মতো তৃতীয় বিশ্বের অন্যান্য দেশগুলিতেও এই রোগের প্রকোপ যথেষ্ট। এই মারণরোগ প্রতিরোধের উদ্দেশ্যেই ২০২০ সালের মধ্যে ডেঙ্গু প্রতিরোধক ভ্যাকসিন বাজারে নিয়ে আসবে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।
গোটা দেশের ১৫টি রাজ্যের ওপর সমীক্ষা চালিয়ে, ভাইরাসটির দ্বারা পূর্ব-প্রভাবিত জায়গার ওপর গবেষণা করে বানানো হয়েছে এই ভ্যাকসিন। আইসিএম-এর ডিরেক্টর বলরাম ভার্গবের কথায়, কেবলমাত্র সর্বাধিক প্রভাবিত জায়গাগুলিতেই বাজারজাত করা হবে ভ্যাকসিনটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর সঙ্গে কাজ করে এর আগেও বিভিন্ন দেশ নিজেদের ডেঙ্গুমুক্ত করতে পেরেছে। কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাসের মত জীবাণুগুলি সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের মধ্যে অ্যান্টিবায়োটিকের প্রতিরোধ বানিয়ে নেওয়ায়, ডেঙ্গুমুক্ত ভারতের স্বপ্ন এখনও বেশ খানিকটা ধোঁয়াশাতেই রইল।