চাকরি নেই, ভরসা সবজি বিক্রি; দিল্লির শিক্ষকদের অবস্থা এখন এমনই

রাস্তার এককোণে দাঁড়িয়ে আছে একটি ভ্যান। সেখানে দাঁড়িয়ে সবজি বিক্রি করছেন এক যুবক। লাল জামা, মুখে মাস্ক। অত্যন্ত সাধারণ একটি দৃশ্য মনে হতে পারে আপনার। কিন্তু একটু গভীরে ঢুকলেই সামনে আসবে মর্মান্তিক একটি ঘটনা। যিনি সবজি বিক্রি করছেন, তিনি আদতে একজন শিক্ষক! লকডাউন তাঁর চাকরি আর রোজগারে আঘাত হেনেছে। এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। কাজেই বাধ্য হয়ে সবজির গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন রাস্তায়। যদি কিছু রোজগার হয়…

সম্প্রতি দিল্লির রাস্তা এমনই ঘটনার সাক্ষী থাকল। সর্বদয়া শিশু বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ওয়াজির সিং বিগত মে মাস থেকে কর্মহীন। তিনি ওই স্কুলে নির্দিষ্ট চুক্তি অনুযায়ী যুক্ত হয়েছিলেন। চুক্তি শেষ হবার পর চাকরি পাকা, এমনটাই বলা হচ্ছিল। কিন্তু বাস্তবে তার উল্টো ছবি দেখা গেল। ৮ মে চুক্তি শেষ হবার পরই কাজ চলে যায় তাঁর। নতুন করে আর তাঁকে বা তাঁর মতো শিক্ষকদের নেওয়া হয়নি। এমনকি গত দুইমাস অনেকে মাইনেও পাননি। এদিকে বাড়িতে অসুস্থ মা-বাবা, ভাইবোনও চাকরি পাননি। এমন পরিস্থিতিতে আর কোনো উপায় না দেখে সবজি বিক্রি করতেই নেমে পড়েছেন স্নাতকোত্তর পাশ করা শিক্ষক ওয়াজির সিং। কবে পরিস্থিতি ঠিক হবে, শিক্ষকের চাকরিটা আবার পাবেন কিনা, সেসব নিয়ে আজও ধোঁয়াশায় তিনি। 

ওয়াজির সিং কেবল একাই নন। দিল্লির সরকারি স্কুলগুলো থেকে এমনভাবেই কাজ চলে গেছে আরও অনেক চুক্তিভিত্তিক শিক্ষকের। যাঁদের চাকরি হয়ে যাওয়ার কথা ছিল। কেউ সবজি বিক্রি করছেন, কেউ আবার সাইকেল সারানোর দোকানে কাজ করছেন। কেউ ফিরে গেছেন মাঠে, চাষের কাজ করতে। এদের প্রত্যেকেই উচ্চশিক্ষিত। এমন পরিস্থিতিতে এই মানুষগুলোর ভবিষ্যৎ কী, জানেন না কেউ। সরকার যাতে অবিলম্বে ব্যবস্থা নেয়, তার কথাই বলা হচ্ছে বারবার। 

আরও পড়ুন
মহামারীর মধ্যে ঘিরে ধরেছে দারিদ্র্য, ফল বিক্রি করছেন বলিউডের অভিনেতা

Powered by Froala Editor

More From Author See More