ভারতের একমাত্র শহর হিসেবে পৃথিবীর সেরা ১০০-য় স্থান দিল্লির

এই নিয়ে টানা দু’বছর। পৃথিবীর সেরা ১০০ শহরের তালিকায় জায়গা পেল ভারতের রাজধানী। ২০২১ সালের জন্য বিশ্বের সেরা শহরের তালিকায় দিল্লির নাম থাকল ৬২তম স্থানে।

গত বছরও এই তালিকায় একমাত্র ভারতীয় শহর হিসাবে জায়গা পেয়েছিল দিল্লিই। তবে সেবার ৮১তম অবস্থানে ছিল রাজধানী। বলাই বাহুল্য, এবছর দিল্লি সেখান থেকে আরও এগিয়ে গেল বেশ খানিকটা। 

ভ্যানকুভার-ভিত্তিক সংস্থা রেজোনান্স কনসাল্টেন্সি লিমিটেড নিরীক্ষণ করেছে এই প্রক্রিয়াটি। রেজোনেস কনসাল্টেন্সি মূলত পর্যটন, বিকাশ, ব্র্যান্ডিং, বিপণন, ডিজাইনিং, তথ্য সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে থাকে আন্তর্জাতিক স্তরে। প্রতি বছর তারাই সমীক্ষা ও পরিসংখ্যানের ওপর নির্ভর করে এই তালিকা প্রকাশ করে। বিচার্য বিষয়ের মধ্যে থাকে শহরের স্থান, খ্যাতি, পর্যটন শিল্প, শহরের কোনো বিখ্যাত ব্যক্তিত্ব, সার্বিক প্রতিভা, খ্যাতি ইত্যাদি।

দিল্লি ছাড়াও এবছর এই তালিকায় স্থান পেয়েছে তাদের মধ্যে সান ফ্রান্সিসকো, আমস্টারডাম, রোম, ওয়াশিংটন ডিসি, আবু ধাবি, টরন্টো, প্রাগ, সেন্ট পিটার্সবার্গ প্রভৃতি শহর। প্রথমস্থানেই রয়েছে ব্রিটেনের লন্ডন। তবে আকস্মিকভাবেই লস অ্যাঞ্জেলিস ছাড়া প্রতহ্ম দশে স্থান পায়নি আমেরিকার একটি শহরও।

তালিকা ঘোষণা হওয়ার পরই এদিন শহরবাসীকে শুভেচ্ছা লিখে ট্যুইট করেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতবছর পিছন থেকে উঠে এসে প্রথম ১০০-র মধ্যে জায়গা করে নিয়েছিল দিল্লি। এবছর আরও খানিকটা এগিয়েছে ক্রমাঙ্ক। রাজ্যের সমস্ত মানুষ এবং প্রশাসনের কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই স্বীকৃতি মিলেছে, জানান কেজরিওয়াল...

Powered by Froala Editor

আরও পড়ুন
৬০,০০০ অবসাদগ্রস্ত বৃদ্ধ-বৃদ্ধার চিকিৎসা-পরিষেবা দিল্লিতে