৬ মাসে ২৪৪৩টি আহত পাখি উদ্ধার, দিল্লির দমকল বাহিনীর পরিসংখ্যানে আশঙ্কা

রাস্তার ধারে মৃত অবস্থায় পড়ে আছে কোনো পাখি অথবা অন্য কোনো প্রাণী। এমন দৃশ্য যে-কোনো শহরের রাস্তায় খুব একটা বিরল নয়। কিন্তু সম্প্রতি সমস্ত শহরেই প্রাণী-সুরক্ষার বিষয়ে একধরনের সচেতনতা দেখা যাচ্ছে। এগিয়ে আসছে প্রশাসনও। আর দেশের রাজধানী দিল্লি শহরে গড়ে উঠেছে দমকলের একটি বিশেষ বাহিনীও। সম্প্রতি প্রকাশিত হল সেই বাহিনীর বিগত ৬ মাসের কাজের খতিয়ান।

রিপোর্টে দেখা গিয়েছে, দিল্লির দমকল বাহিনী এই ৬ মাসে ১৩ হাজারের বেশি বিপন্ন প্রাণীকে উদ্ধার করার ডাক পেয়েছে। অবশ্য তার মধ্যে মাত্র ২৪৪৩টি ক্ষেত্রে প্রাণীদের জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছেন তাঁরা। শতাংশের হিসাবে সামান্য হলেও এই সাফল্য সত্যিই অনেকটা। রিপোর্টে আরও বলা হয়েছে, প্রতি মাসের ১৫০ থেকে ২০০টি ডাক পেয়েছেন তাঁরা। তবে আগস্ট মাসে সংখ্যাটা অনেকটাই বেড়ে গিয়েছে। শুধু আগস্ট মাসেই ৮৮২টি পাখি এবং ৩৪৫টি অন্যান্য প্রাণী উদ্ধারের ডাক পেয়েছেন তাঁরা। আগস্ট মাসে এই সংখ্যা বেড়ে যাওয়ার পিছনে স্বাধীনতা দিবসকেই দায়ী করেছেন তাঁরা। স্বাধীনতা দিবস উদযাপনের জন্য অনেকেই ঘুড়ি ওড়ান। অথবা রাস্তার দুধারে সুতো দিয়ে পতাকার চেন টাঙিয়ে রাখেন মানুষ। আর এসবের সুতোতেই পা আটকে যায় পাখিদের।

তবে ঘুড়ির সুতোয় প্রাণ হারানো পাখির সামগ্রিক পরিসংখ্যানের তুলনায় এই উদ্ধারের কাজ অনেকটাই কম। ‘হোপ অ্যান্ড বেয়ন্ড’ সংস্থার পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর ভারতের একেকটি শহরে অন্তত ২ হাজার পাখি ঘুড়ির সুতোয় আটকে মারা যায়। আর দিল্লি, মুম্বাইয়ের মতো শহরে সংখ্যাটা ৮ হাজারেরও বেশি। এর মধ্যে স্বাধীনতা দিবস বা মকর সংক্রান্তির মতো অনুষ্ঠানের দিন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। উদ্ধারকার্যে আর কতটুকুই বা ফল পাওয়া যেতে পারে? পাখি ও অন্যান্য প্রাণীদের সুরক্ষার বিষয়ে সাধারণ মানুষ সচেতন না হলে কোনোকিছুই সম্ভব নয়।

পাখি ও অন্যান্য প্রাণীদের উদ্ধার করার পাশাপাশি তাদের চিকিৎসার ব্যবস্থাও করেছে দমকল কর্তৃপক্ষ। আর এর ফলেই ক্রমশ উদ্ধারকার্যে সাফল্যের হারও বেড়েছে। আগামীদিনে আরও অনেক বিপন্ন প্রাণীকেই তাঁরা জীবিত অবস্থায় উদ্ধার করতে পারবেন বলে আশাবাদী কর্তৃপক্ষ। তবে পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার কাজটাও বিশেষ প্রয়োজনীয়। এই পৃথিবী যেমন আমাদের, তেমনই অন্যান্য প্রাণীদেরও। তাদের সঙ্গে মিলেমিশে থাকার অভ্যাস গড়ে তুলতে হবে আমাদেরই।

আরও পড়ুন
খাবারের সঙ্গে পাখির ভিতরে যাচ্ছে প্লাস্টিকও, চিন্তিত পরিবেশবিদরা

Powered by Froala Editor

আরও পড়ুন
ডিম-শুদ্ধু পাখির বাসা বাঁচিয়েই ফসল কাটলেন কৃষক, মানবিকতার অনন্য ছবি