ভয়ঙ্কর হারে পুড়ছে উত্তর ভারত, ছবি প্রকাশ নাসার

এক ধাক্কায় অত্যন্ত খারাপ জায়গায় নেমে গেছে দিল্লির বাতাসের গুণমান। জনস্বাস্থ্য রক্ষার্থে জারি করতে হয়েছে জরুরি অবস্থা। ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত বিদ্যালয় ও বিভিন্ন পরিষেবা। সব মিলিয়ে দিল্লিতে ঘুরে বেরানো প্রায় একরকম কঠিন হয়ে পড়েছে মানুষের ক্ষেত্রে।

নাসার গবেষণা উঠে এল আরও এক চমকপ্রদ তথ্য। কয়েকদিন আগে গোটা দেশ জুড়ে পালন করা হয়েছে দিওয়ালি। কিন্তু দিওয়ালিতে অত্যন্ত বাজি পোড়ানোকেই দায়ী করছেন নাসা। শুকনো খড়ে আগুন ধরে গেছে বাজি পোড়ানোর কারণে। ফলে সে থেকে বাতাসে তৈরি হয়েছে বিষাক্ত গ্যাস। এছাড়া বাজিতে ব্যবহৃত বিভিন্ন বিষাক্ত পদার্থ যা বাতাসে মিশে আকাশে কালো পুরু এক আস্তরণ তৈরি করেছে। নাসার পাঠানো একটি ম্যাপ থেকে জানা যায়, উত্তর ভারতেই মূলত সবচেয়ে বেশি বাজি পোড়ানো হয়েছে। ফলে সেখানকার শুকনো জমিতে আগুনও ধরেছে অত্যাধিক।

বেশ কয়েকবছর ধরেই দিল্লির আবহাওয়া অত্যন্ত খারাপ। নেমেছে বাতাসের গুণমান, সে-কারণে বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। কিন্তু সেসব উড়িয়ে দিয়ে এক রাতে দিল্লির আবহাওয়া চূড়ান্ত খারাপ বলে ঘোষণা করা হয়েছে।

ছবি ঋণ - NASA

Latest News See More