দশ বছরে আরও ধ্বংস হয়েছে আমাজন, বলছে সাম্প্রতিক স্যাটেলাইট তথ্য

এই বছরে যে সমস্ত দুর্ঘটনা ঘটে গেছে, তার মধ্যে অন্যতম ভয়াবহ হল আমাজনে আগুন লাগার ঘটনা। দুর্ঘটনা বলা হল বটে, কিন্তু কতটা ঘটেছে আর কতটা ঘটানো হয়েছে, সে নিয়ে সন্দেহ প্রত্যেকেরই। এরই মধ্যে ব্রাজিলের তরফ থেকে বের করা স্যাটেলাইট রিপোর্ট আবারও একবার আমাজনের বিপর্যস্ত অবস্থাকে কার্যত স্বীকার করে নিল।

রিপোর্ট অনুযায়ী, বিগত দশ বছরের মধ্যে সবথেকে খারাপ অবস্থার মধ্যে আছে আমাজন। লক্ষাধিক জন্তুদের মারা যাওয়ার খবর পেয়েছেন আপনারাও। নতুন এই স্যাটেলাইট তথ্য বলছে, সাম্প্রতিক বছরে আমাজন রেনফরেস্টের প্রায় ৯,৭৬২ স্কোয়ার কিলোমিটার পুরোপুরি মুছে গিয়েছে। ২০০৮ থেকে এই সংখ্যা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ, ব্রাজিলের আমাজনের একটা বড় অংশের অপূরণীয় ক্ষতি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আর যাতে না হয়, সেই জন্যই পরিবেশপ্রেমীরা তাঁদের বক্তব্য বারবার সরকারকে জানাচ্ছেন।

কিন্তু, উন্নয়নের দোহাই দিয়ে যে কাজ করা হয়েছিল, সেটা কি সত্যিই বন্ধ হবে? অনেকে কিন্তু তা মনে করছেন না। যে অংশ ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে, সেখান থেকে ‘উন্নয়ন’ নাকি আরও বাড়ানোর পরিকল্পনায় জার বোলসোনারোর সরকার। শেষ পর্যন্ত এই ধ্বংসলীলা কি আরও বাড়বে? উদ্বেগে পরিবেশপ্রেমীরা। উদ্বেগে আমরা।