বহু সতর্কতা ছাড়াও গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে জঙ্গল পুড়ছে, গাছ কাটা পড়ছে। জন্তু-জানোয়ারের সঙ্গে হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির গাছও। এমনই আরেক উদাহরণ পাওয়া গেল সম্প্রতি, ইকুয়েডর চকো এলাকায়।
মনিটরিং অফ অনডিন অ্যামাজন প্রজেক্ট–এর সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা যায় যে, গোটা জঙ্গলটির প্রায় ৬১% অরণ্য বিনাশের কারণে আর নেই। অনেক প্রজাতির গাছ, পশু রয়েছে এই জঙ্গলে। সে-কারণে বেশ কয়েকটি রিজার্ভে ভাগ করে দেওয়া হয় গোটা জঙ্গলটিকে। এই রিজার্ভগুলিও এখন বিপদের মুখে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০ মিটার ওপরে জঙ্গলগুলি নতুন রাস্তা তৈরির জন্য কাটা পড়ছে। পাশাপাশি, ১০০০ মিটারের ওপরের জঙ্গলগুলি তেল কারখানা এবং তেলের জন্য খননকার্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি, দেখা দিয়েছে একটি উপজাতি হারিয়ে যাওয়ার সম্ভাবনাও।
সমীক্ষা বলছে, এই হারে যদি অরণ্য বিনাশ চলতে থাকে, তবে ২৫ বছরের মধ্যেই পুরো জঙ্গল সাফ হয়ে যাবে।
ছবি ঋণ - edu.glogster.com