প্রতিবছর বসন্তের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো প্রদেশে আয়োজিত হয় এক বিশেষ শিল্পমেলা— কলোরাডো স্টেট ফেয়ার। হস্তশিল্পীরা যেমন তাদের পসরা নিয়ে হাজির হন সেখানে, তেমনই এই মেলায় আয়োজিত হয় পেইন্টিং, কুইল্টিং কিংবা ভাস্কর্য প্রতিযোগিতাও। চলতি বছরেও অন্যথা হয়নি তার। তবে মজার বিষয় হল, চিত্রাঙ্কন বা পেইন্টিং প্রতিযোগিতায় জয়ী শিল্পী জেসন অ্যালেন ছুঁয়েও দেখেননি রং-তুলি।
ভাবছেন এ আবার কেমন হেঁয়ালি! যদি ছবিই না এঁকে থাকেন, তবে সেরার পদক জিতলেন কীভাবে? আসলে, তাঁর হয়েই ডিজিটাল ক্যানভাসে ছবি এঁকে দিয়েছে অন্য একজন। অবশ্য এই শিল্পী কোনো মানুষ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)।
মিডজার্নি (Midjourney)। জেসনের পুরস্কারপ্রাপ্তির পিছনে লুকিয়ে রয়েছে এই বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তাটিই। সঠিক বর্ণনা পেলে, মানুষের কোনোরকম সাহায্য ছাড়াই ছবি আঁকতে পারে এই এআই-টি। শুধু যেমন ছবি চাইছেন, নিজের ভাষায় সেটা গুছিয়ে টাইপ করে দিতে হয় এই প্রোগ্রামে। আর ব্যবহারকারীর সেই বর্ণনা পাঠ করেই হাইপার-রিয়ালিস্টিক গ্রাফিক্স তৈরি করে মিডজার্নি। সেই ছবিতে কোনো বিষয় পরিবর্তনের প্রয়োজন পড়লেও মুহূর্তে তা বদলে ফেলে এই কৃত্রিম বুদ্ধিমত্তা।
এক্ষেত্রেও হয়েছিল তেমনটাই। জেসনের কল্পনায় যে মধ্যযুগীয় রাজপ্রাসাদ ও মহিলা অপেরা শিল্পীদের ছবি ফুটে উঠেছিল, সেটাকেই ডিজিটাল ছবির রূপ দিয়েছে মিডজার্নি। আর সেই ছবিই বাজিমাত করেছে কলোরাডোর রাজ্যস্তরের এই বার্ষিক প্রতিযোগিতায়। তবে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্ষুব্ধ মার্কিন শিল্পীরা। জেসনের বিরুদ্ধে উঠেছে প্রতারণার অভিযোগ। জেসন নিজে যে ছবি আঁকতে পারেন না, এমনটা নয়। কলোরাডোর শিল্পজগতে তাঁর বেশ সুনামও আছে। কিন্তু তা সত্ত্বেও কেন তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করলেন, তা নিয়েই উঠছে প্রশ্ন।
অবশ্য এই বিতর্ককে সরিয়ে রাখলে, এই ঘটনা অবাক করে যে-কাউকেই। এর আগে কবিতা লিখে ও ছবি এঁকে চমকে দিয়েছিল মানুষের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা-পরিচালিত রোবট আই-ডা। তাছাড়া আজকের দিনে দাঁড়িয়ে প্রায় সমস্ত কাজেই মানুষে টেক্কা দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে তার সঙ্গে মানুষের সম্মুখসমর এই প্রথম। এই প্রথম কোনো সৃজনশীলতার প্রতিযোগিতায় মানুষকে হার মানাল কৃত্রিম বুদ্ধিমত্তা। তৈরি হল এক নতুন ইতিহাস। প্রযুক্তির দুনিয়ায় যার গুরুত্ব অপরিসীম। একইসঙ্গে এই সম্ভাবনাও ঘনিয়ে উঠছে, একদিন হয়তো মানুষের অস্তিত্বকেও চ্যালেঞ্জ জানাতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা…
Powered by Froala Editor