বাংলায় একদিনে রেকর্ড মৃত্যু ৩৬ জনের, আক্রান্ত প্রায় ২৩০০

বাংলার আকাশে ক্রমশ ঘনীভূত হচ্ছে মেঘ। সমস্ত রেকর্ড ভেঙে আবার সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত হলেন গত ২৪ ঘণ্টায়। মৃত্যুর সঙ্গেই শেষ কয়েকদিনের দৈনিক গড়ের থেকেও বাড়ল প্রায় ৩৫ শতাংশ।

রবিবার একদিনে আক্রান্ত হলেন ২২৭৮ জন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৪২ হাজার। অন্যদিকে গত এক সপ্তাহে দৈনিক মৃত্যুর সংখ্যা ২৩-২৭ এর মধ্যে ঘোরা ফেরা করলেও তা এক ধাক্কায় রবিবার পৌঁছাল ৩৬-এ। এখনও অবধি রাজ্যে প্রাণ গেল ১১১২ জন মানুষের।

দৈনিক আক্রান্তের সংখ্যা শেষ কয়েকদিনে সুস্থতার সংখ্যাকে ছাপিয়ে গেছে কয়েকশোতে। যার কারণে রোজই অল্প অল্প করে কমতে কমতে রাজ্যের সুস্থতার হার দাঁড়িয়েছে ৫৮.৫৬ শতাংশে। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় আক্রান্ত সাড়ে ১৬ হাজার মানুষ। যা স্বাস্থ্য ব্যবস্থার কাছে বেশ বড়ো চ্যালেঞ্জ। রাজ্যের অধিকাংশ আক্রান্তেরই খোঁজ মিলছে কলকাতায়। এখনও অবধি শুধু মহানগরীতেই আক্রান্ত হয়েছেন সাড়ে ১৩ হাজার মানুষ। রাজ্যের মোট মৃত্যুর ৫০ শতাংশই কলকাতা থেকে। যা ক্রমশ চিন্তা বাড়াচ্ছে পুরদপ্তরের। 

আজ সংক্রমণ নতুন শিখর ছুঁলেও কলকাতায় অপরিবর্তিত থাকল কন্টেনমেন্ট জোনের সংখ্যা। তবে দুই ২৪ পরগনা, দিনাজপুর, হাওড়া এবং বর্ধমান জেলায় বাড়ানো হল কন্টেনমেন্ট জোন। জেলাগুলির অবস্থাও উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসকদের।

আরও পড়ুন
বাড়ছে চাপ, করোনায় মৃতদের দাহে ধাপার বিকল্পের খোঁজ

রাজ্যের পাশাপাশি দেশেও অবস্থা ক্রমশ সঙ্গীন হচ্ছে। দেশের মোট আক্রান্তের সংখ্যার রবিবার গিয়ে দাঁড়াল ১১ লক্ষ ১৬ হাজার। একদিনে আক্রান্ত হলেন ৩৯ হাজার মানুষ। যা আতঙ্কের নতুন মাইলস্টোন। গতকালই আইএমএ চেয়ারম্যান স্পষ্ট করেছিলেন দেশে শুরু হয়ে গেছে গোষ্ঠী সংক্রমণ। তবে তার মধ্যেও আজ আশার কথা শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। তিনি জানান অন্যান্য দেশের মধ্যে এখনও ভারতেই একমাত্র মৃত্যুর হার সর্বনিম্ন। জুলাইয়ের শুরুর দিকে মৃত্যুর হার ২.৯-৩ শতাংশের মধ্যে ঘোরাফেরা করলেও তা কমে এসে দাঁড়াল ২.৪৯ শতাংশে। এই গড়ের থেকেও মৃত্যুর হার কম ২৯টি রাজ্যে। যা একদিক থেকে স্বস্তি দিচ্ছে চিকিৎসকদের। তবে সেই ২৯ রাজ্যের তালিকার মধ্যে নেই পশ্চিমবঙ্গ। এর পাশাপাশিই গড় পজিটিভিটি রেটও বেড়ে দাঁড়িয়েছে ১০.৯ শতাংশ। দেশে যে পর্যাপ্ত টেস্টিং হচ্ছে না, তারই ইঙ্গিত দিচ্ছে এই হার...

আরও পড়ুন
সেপ্টেম্বরের আগেই ভারতে করোনা-আক্রান্ত হবেন ৩৫ লক্ষ, বলছে গবেষণা

Powered by Froala Editor

আরও পড়ুন
২০২১-এর আগে করোনার ১০০% কার্যকর ভ্যাকসিন আবিষ্কার অসম্ভব, দাবি ফরাসি বিজ্ঞানীর

Latest News See More