মৃত্যুর পরেও ভোটে পুনর্নির্বাচিত মেয়র, বিস্ময়কর ঘটনা রোমানিয়ায়

শহরের প্রতি এক অকৃত্রিম ভালোবাসা ছিল তাঁর। শহরবাসীরাই ছিল তাঁর প্রাণ। নাগরিকদের যে কোনো রকমের অসুবিধাতেই সর্বদা হাজির আয়ন আলিমান। রোমানিয়ার দেভেসেলু শহরের মেয়র তিনি। হয়ে উঠেছিলেন সকলের কাছে একজন আদর্শ নেতা, আইকন। শেষ বিদায়ের পরেও তাঁকে ভুলে গেলেন না শহরবাসীরা। মৃত্যুর দু’সপ্তাহ পরে ভোটে পুনর্নির্বাচিত হলেন প্রয়াত মেয়র আয়ন আলিমান। এমনই বিস্ময়কর ঘটনার সাক্ষী থাকল বিশ্ব।

প্রাক্তন নৌবাহিনীর কর্মকর্তা আয়ন আলিমান এই নিয়ে তৃতীয় বারের জন্য জয়ী হলেন দেভেসেলুর মেয়রপদে। পেয়েছেন ৬৬ শতাংশ ভোটই। গত ৪ সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুখারেস্টের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আলিমান। তবে সেখান থেকে আর ফিরে আসা হল না। ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তাঁর। গত ১৭ সেপ্টেম্বর আলিমান হাসপাতালেই মারা যান। 

কিন্তু ততদিনে ব্যালটে মুদ্রিত হয়ে গেছে তাঁর নাম। যা আর পরিবর্তন করা সম্ভব নয় আইনত ভাবে। মৃত্যুর এক সপ্তাহ পরে অনুপস্থিত থেকেও তাই প্রার্থী হিসাবে হাজির ছিলেন আলিমান। রবিবার ভোটের ফল প্রকাশ পেতে দেখা যায়, তৃতীয়বারের জন্য দেভেসেলু মেয়র হিসাবে বেছে নিয়েছে তাঁকেই। 

ফল প্রকাশের পর এদিন শহরের কয়েক শো মানুষ হাজির হয়েছিলেন তাঁর সমাধিস্থলে। বেঁচে থাকলে এই দিন আলিমান পা রাখতেন ৫৮ বছরে। জন্মদিনের দিনেই চোখের জলে আরও একবার দেভেসেলু শেষ বিদায় জানায় তাঁকে। অনেকেই মোমবাতি জ্বালান। তবে আলিমানের মৃত্যুর কারণে আবার নির্বাচন আয়োজিত হবে দেভেসেলুতে। ততদিন পর্যন্ত স্থানীয় কাউন্সিলের সদস্যরাই শাসন কাজ চালাবেন শহরের। আগামী ভোটের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন দেভেসেলুর ডেপুটি মেয়র নিকোলাই ডব্রে। 

প্রসঙ্গত ২০০৮ সালে এমনই এক ঘটনা ঘটেছিল রোমানিয়ারই পূর্ব প্রদেশের এক শহরে। সেখানেও মৃত মেয়রকেই নির্বাচিত করেছিল শহরবাসী। আলিমানের ক্ষেত্রেও যেন পুনরাবৃত্তি ঘটল সেই ঘটনার। একজন আদর্শ জননেতা হয়তো এমনটাই হওয়া উচিত। তাই না?

Powered by Froala Editor

আরও পড়ুন
পায়ে হেঁটে ফিরেছে ১ কোটিরও বেশি শ্রমিক; পথ দুর্ঘটনায় মৃত ৩০ হাজার, জানাল কেন্দ্র

Latest News See More