নারী-বিরোধী হিংসায় মৃতদের জন্য ‘ডে অফ ডেড ওম্যান’ মেক্সিকোয়

মেক্সিকো (Mexico) শহরের রাস্তার দখল নিয়েছেন কয়েকশো মহিলা। তাঁদের প্রত্যেকের হাতে একটি করে ক্রস। যেন এইমাত্র কবরস্থান থেকে তুলে নিয়ে এসেছেন সেগুলি। প্রত্যেকটা ক্রসের গায়ে লেখা এক একজন মহিলার নাম। তাঁরা প্রত্যেকেই মৃত। এই মিছিল আসলে সেইসব মৃত মহিলাদের স্মরণের এক আয়োজন। তাঁদের মৃত্যুর বিরুদ্ধে প্রতিবাদ। মেক্সিকোর লৌকিক উৎসব ‘ডে অফ ডেড’-এর ঠিক পরেরদিন এভাবেই পালিত হল ‘ডে অফ ডেড ওম্যান’ বা মৃত মহিলাদের দিন (Day of Dead Woman)। বিগত কয়েক বছর ধরে মেক্সিকোর নানা অঞ্চলে উত্তরোত্তর বাড়ছে নারীনির্যাতন ও হিংসার ঘটনা। মৃত্যু হয়েছে বহু মহিলার। অথচ প্রশাসনের পক্ষ থেকে তেমন সক্রিয়তা চোখে পড়েনি বলেই অভিযোগ। আর তাই এই অভিনব প্রতিবাদের পথ বেছে নিলেন মৃতের পরিবারের মানুষরা। সঙ্গে যোগ দিয়েছেন বহু সাধারণ মানুষও।


পরিসংখ্যান বলছে ২০২০ সালে মোট ৯৭৫ জন মহিলা খুন হয়েছেন। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তীর মৃতের স্বামী বা অন্য কোনো পুরুষের দিকে। চলতি বছরে সেপ্টেম্বর মাসের মধ্যেই খুনের সংখ্যা পৌঁছেছে ৭৬২-তে। অথচ এতগুলি মামলার মধ্যে একটিতেও এখনও কোনো অপরাধীর শাস্তি হয়নি। হয় বিচারপ্রক্রিয়া চলছে, নয়তো মুক্তি পেয়েছেন অভিযুক্তরা প্রত্যেকেই। এই প্রসঙ্গে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির বক্তব্য, প্রতিটা ক্ষেত্রেই তদন্ত প্রক্রিয়া এগিয়েছে ভুল পদ্ধতিতে। যেন অপরাধীকে আড়াল করাই তদন্তের উদ্দেশ্য। সেইসঙ্গে সুচতুরভাবে সরিয়ে রাখা হয়েছে লিঙ্গবৈষম্যের বিষয়টিও। এগুলি যে নিছক খুন নয়, বরং মহিলাদের বিরুদ্ধে সংগঠিত হিংসা – সেটা স্বীকার করে নেওয়াই সবার আগে প্রয়োজন।

২ নভেম্বর মেক্সিকোতে পালিত হয়েছে ‘ডে অফ ডেড’। আর ঠিক তার পরেরদিনই এই অভিনব প্রতিবাদে শামিল হলেন মহিলারা। মৃতদের ফিরে পাওয়া তো সম্ভব নয়। কিন্তু তাঁরা সুবিচার পান, দাবি এটুকুই। প্রতিবাদীদের প্রত্যেকের হাতের ক্রসে তাই মৃত মহিলাদের নাম। যেন তাঁদের প্রতিনিধি হয়েই বিচার চাইছেন জীবিতরা। কেউ কেউ নামের সঙ্গে জুড়ে নিয়েছেন মৃতের ছবিও। ইতিমধ্যে মেক্সিকোর সুরক্ষামন্ত্রী রোসা ইসেলা রোড্রিগেজ জানিয়েছেন, মহিলা সুরক্ষার প্রশ্নটি মাথায় রেখে ইতিমধ্যে ৭৩টি বিশেষ অফিস গড়ে তোলা হয়েছে। সরকার পুরো বিষয়টি গুরুত্ব দিয়েই দেখছে। তবে কার্যত অপরাধীদের শাস্তির ব্যবস্থা না হওয়া পর্যন্ত সন্তুষ্ট হতে পারছেন না কেউই।

আরও পড়ুন
টাকা নিয়েও পাঠালেন ‘ফাঁকা ফ্রেম’, অভিনব প্রতিবাদ ড্যানিশ শিল্পীর

Powered by Froala Editor

আরও পড়ুন
অবিলম্বে সরিয়ে নেওয়া হোক তারের বেড়া, গাছের দুর্দশায় প্রতিবাদ পরিবেশকর্মীদের

Latest News See More