মেট্রোর ব্রিজের নিচে ছাত্রছাত্রীদের ক্লাস নেন রাজেশ

শিশুদের শিক্ষার অভাব নিয়ে সচেতনতা বেড়েছে, কিন্তু খুব কম মানুষই সক্রিয় পদক্ষেপ নিয়েছেন এখন পর্যন্ত। এমন পরিস্থিতিতে, প্রতিকূলতা সত্ত্বেও অভাবে জর্জরিত ছোট-ছোট ছেলেমেয়েদের ক্লাস নিয়ে চলেছেন দিল্লির ছাপোষা দোকানদার রাজেশ কুমার শর্মা।

আশেপাশের এলাকার ৩০০ জন ছাত্রছাত্রী নিয়ে যমুনা তীরের কাছে মেট্রো ব্রিজের নিচে গত ৮ বছর ধরে রোজ ক্লাস নেন তিনি। ৫টা অস্থায়ী ব্ল্যাকবোর্ড, কিছু চক, পেনসিল ও ডাস্টার নিয়ে দিনে দু’ভাগে ক্লাস নেন  ৪৯ বছরের রাজেশ। সকাল ৯টা থেকে ১১টা অব্দি ১২০ জন ছেলেকে নিয়ে এবং দুপুরে ২টো থেকে ৪.৩০ অব্দি ১৮০ জন মেয়েকে নিয়ে চলছে তাঁর স্কুল।

সরকার বা কোনো এনজিওর অবদান ছাড়াই, এলাকার বিভিন্ন শুভানুধ্যায়ী ও দোকানদারদের সাহায্যে ৮ বছর ধরে সুন্দরভাবে ছোট্ট ছেলে-মেয়েদের নিয়ে তাঁর এই উদ্যোগকে স্যালুট।

Latest News See More