মুম্বাইয়ের কাছে আলিবাগে আছড়ে পড়ল নিসর্গ, শান্ত হবে রাত ৯টা নাগাদ

স্থলভাগে আছড়ে পড়ল নিসর্গ। মুম্বাইয়ের সংলগ্ন আলিবাগে আঘাত হানল প্রবল বেগে। সরকারি ঘোষণা অনুযায়ী দুপুর ১টা নাগাদ ল্যান্ডফল করে নিসর্গ। এই শতাব্দীতে প্রথম কোনো ঘূর্ণিঝড় মহারাষ্ট্রে আঘাত হানল।

আছড়ে পড়ার সময় নিসর্গের গতিবেগ ছিল ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা। হাওয়ার ঝাপটার বেগ কোথাও কোথাও পৌঁছেছিল ১২৫ কিলোমিটার পর্যন্ত। ঝড়ের তাণ্ডবে দুপুর আড়াইটে থেকেই বন্ধ করে দেওয়া হয় মুম্বাই বিমানবন্দর। রানওয়ে ১৪-তে থাকা ফেডএক্সের একটি বিমান রানওয়ে থেকে ৯মিটার বাইরে চলে যায় ঝড়ের দাপটে। তবে কোনো বিমানবন্দরে তেমন কোনো ক্ষতি হয়নি বলেই জানা গেছে।

নিসর্গের প্রভাবে দাদরা ও নগর হাভেলি, গুজরাট এবং দমন ও দিউতে অতিভারী বৃষ্টিপাত হচ্ছে। বইছে ঝোড়ো হাওয়াও। এখনো লাল সতর্কতা জারি রয়েছে উপকূলবর্তী অঞ্চলগুলিতে। গতকাল রাত থেকে মুম্বাইতে জারি ছিল ১৪৪ ধারা। এই মুহূর্তে নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে কেউ সমুদ্রে মাছ ধরতে গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে, এমনটা জানিয়েছে মুম্বাই সরকার। 

এখন ঘূর্ণিঝড়ের কেন্দ্র অবস্থান করছে মহারাষ্ট্রের মৌজে ধামানির কাছে। রাত ৯টা নাগাদ শান্ত হবে নিসর্গ। ইতিমধ্যেই মুম্বাইসহ গোটা মহারাষ্ট্রে ভেঙে পড়েছে প্রচুর গাছ। তবে এখনো অবধি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলার ৪২টি দল। বাণিজ্য নগরীর ছন্দ দ্রুত ফিরিয়ে আনার চেষ্টাই শুরু হবে পরিস্থিতি শান্ত হলে।

Powered by Froala Editor

Latest News See More