১৮৯১-এর পর এই প্রথম ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মুখোমুখি মুম্বাই, আছড়ে পড়বে আজই

কয়েকদিন আগেই সুপার সাইক্লোন আমফান ভারতের পূর্ব উপকূল, পশ্চিমবঙ্গ তছনছ করে দিয়ে গেল। তার রেশ কাটতে না কাটতে আবারও হাজির হল আরও একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। আজই দেশের পশ্চিম উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় নিসর্গ। যার জেরে রীতিমতো আতঙ্কে মহারাষ্ট্র ও গুজরাট।

ভূবিজ্ঞানীরা বলছেন, ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিমি পর্যন্ত যেতে পারে হাওয়ার গতিবেগ। সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি, ঝড়ের মুখে পড়বে পশ্চিম উপকূল। সমুদ্রও উত্তাল হবে মারাত্মকভাবে। তবে প্রথমে যতটা মারাত্মক মনে করা হয়েছিল, সেই তুলনায় নিসর্গের তেজ কমেছে বেশ কিছুটা। তবুও এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি। অনেকের মতে, ১৮৯১ সালের পর এই প্রথম এমন ঘূর্ণিঝড় দেখতে চলেছে বাণিজ্য নগরী মুম্বাই-সহ অন্যান্য জায়গা। সুপার সাইক্লোন না হোক সিভিয়ার সাইক্লোন তো বটেই। 

ন্ডিয়া মেটেরোলজিকাল ডিপার্টমেন্টের রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্রের আলিবাগে আজই ল্যান্ডফল করতে পারে নিসর্গ। ইতিমধ্যেই মুম্বাই, থানে, পালঘরে জারি হয়েছে রেড অ্যালার্ট। এনডিআরএফ ও এসডিআরএফের টিম উপস্থিত রয়েছে অকুস্থলে। এমনিতেই বর্ষার সময় বন্যার মুখোমুখি হয় বাণিজ্য নগরী। এবার তার সঙ্গে হাজির হয়েছে ঘূর্ণিঝড় নিসর্গ। ফলে আতঙ্কে রয়েছেন সেখানকার মানুষরা।

Powered by Froala Editor

Latest News See More