বছর দুয়েক আগেই তিনি হার মানিয়েছেন ক্যানসারকে। কিন্তু ক্যানসার চিকিৎসার ব্যয়বহুল এই খরচ টানার সামর্থ্য আর কতজনেরই বা থাকে? তাই শেষ অবধি নিজেই নিয়েছেন কর্মসূচি। ক্যানসার আক্রান্তদের জন্য তহবিল গড়ার উদ্দেশ্যে সাইকেলে বিশ্বভ্রমণ করছেন ব্রিটিশ নাগরিক লুক গ্রেনফেল-শ’।
২০২০ সালের জানুয়ারি মাসেই যাত্রা শুরু করেছিলেন লুক। তবে তার পথে বাধা হয়ে দাঁড়ায় করোনাভাইরাস মহামারী। অতিমারীর কারণে মার্চ মাসে তিনি ইংল্যান্ডে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন। তবে আগস্ট নাগাদ পরিস্থিতি খানিকটা আয়ত্তে আসতে এবং বিভিন্ন বিধি-নিষেধ খানিকটা শিথিল হতেই ব্রিস্টল থেকে বাইসাইকেলে ভর করে আবার বেরিয়ে পরেন তিনি নিজের লক্ষ্যে।
সম্প্রতি তুর্কিতে পৌঁছেছেন লুক। রয়েছেন ইস্তানবুল শহরে। ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, স্লোভানিয়া, স্লোভাকিয়া, সার্বিয়া, রোমানিয়া, ইউক্রেন এবং ক্রোয়েশিয়া ঘুরে এবার পালা এশিয়ার দেশগুলি ঘুরে দেখার। তবে আঙ্কারা, ভ্যান, গাজিয়ানটেক, ইস্ট-মার্ডিন ইত্যাদি তুরস্কের শহরগুলিতে বেশ কয়েকদিন কাটিয়ে তারপর তিনি পাড়ি দেবেন এশিয়ায়। পরিকল্পনা রয়েছে প্রথমে ইরান হয়ে মধ্য এশিয়া পৌঁছাবেন তিনি, তারপর ভ্রমণ করবেন আফগানিস্থান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং চিন।
সাতাশ বছরের লুক তিন বছর আগে আক্রান্ত হয়েছিলেন সার্কোমা ক্যানসারে। তখন তিনি কিরজিগস্তানে অধ্যাপনার কাজ করছেন। এত আশঙ্কাজনকভাবে ক্যানসার ছড়িয়ে পড়েছিল তাঁর দেহে, তাতে জীবনে ফেরার সম্ভাবনা ছিল খুবই কম। তবে শেষ পর্যন্ত সফল হন চিকিৎসকরা। তাঁদের আপ্রাণ চেষ্টায় ক্যানসার-মুক্তি হয় লুকের। জীবন ফিরে পেয়ে বিশ্বভ্রমণের প্রতিজ্ঞা নেন তিনি। পাশাপাশি এই ঘটনা যেন বুঝিয়ে দেয় তাঁকে জীবনের মূল্যও। আর পাঁচজন সামর্থ্যহীন ক্যানসার রোগীদের জন্য তাই বর্তমানে পথে নেমেছেন লুক।
বর্তমানে ৫টি দাতব্য ক্যানসার চিকিৎসার ইনস্টিটিউটকে সাহায্য করে যাচ্ছেন তিনি। লক্ষ্য ৩০টি দেশে ৩০ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে ৩ লক্ষ ইউরো অর্থ সংগ্রহ করা। সেই সঙ্গে বিভিন্ন দেশের সংস্কৃতি, যাপনের ব্যাপারেও নতুন করে পাঠ নিচ্ছেন বলে জানান লুক। ভ্রমণের ফাঁকে ফাঁকে ক্যানসার সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করার জন্য প্রচারও চালাচ্ছেন তিনি।
লুকের এই উদ্যোগে সাধারণ মানুষ তো বটেই এগিয়ে এসেছে বহু স্বেচ্ছাসেবী বেসরকারি প্রতিষ্ঠানও। তবে ৩০টি দেশ ভ্রমণের পরেই থেমে যাচ্ছেন না লুক। তাঁর এই লক্ষ্য সম্পূর্ণ হওয়ার পর আবার নতুন কর্মসূচি নিয়ে যে রাস্তায় নামবেন তিনি, তা আগে থেকেই জানিয়ে রেখেছেন ব্রিটিশ সাইক্লিস্ট...
আরও পড়ুন
ক্যানসারের চিকিৎসায় উৎসর্গ করেছিলেন জীবন, প্রয়াত ডঃ বিশ্বনাথন শান্তা
Powered by Froala Editor